তুর্কি গণমাধ্যম প্রতিনিধিদল সিনচিয়াং ইসলামিক কলেজ অফ ইকোনমিকস পরিদর্শন করেছে
  2019-06-17 18:17:17  cri

জুন ১৭: তুর্কি গণমাধ্যম প্রতিনিধিদল সম্প্রতি সিনচিয়াং ইসলামিক কলেজ অফ ইকোনমিকস পরিদর্শন করেছে এবং কলেজের সহকারী ডিন লিউ ইয়েন হুইয়ের সঙ্গে ধর্ম ও জাতিসহ বিভিন্ন ইস্যুতে গভীর মতবিনিময় করেছে।

সহকারী ডিন লিউ ইয়েন হুই গণমাধ্যম প্রতিনিধিদলের কাছে কলেজের পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন। সিনচিয়াং ইসলামিক কলেজ অফ ইকোনমিকস হচ্ছে সিনচিয়াংয়ের একমাত্র ধর্মীয় উচ্চশিক্ষামূলক প্রতিষ্ঠান। একাডেমিক পাঠক্রমে তিনটি মডিউল রয়েছে। যমন- ধর্মীয় জ্ঞান, সাংস্কৃতিক ইতিহাস, এবং সাংবিধানিক আইন।

এরপর শিক্ষার্থীদের পাঠ্যক্রম যাচাই ও বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন গণমাধ্যম প্রতিনিধিদলের সদস্যরা।

তুর্কি থিংকট্যাংকের গবেষক গুরাই আল্পর প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর বলেন, তুর্কি ইনস্টিটিউট অফ ইকোনমিক্স এবং সিনচিয়াংয়ের এ কলেজটির পাঠ্যক্রম একই রকম। তিনি বিশ্বাস করেন, সরকারের ধর্মীয় শিক্ষার একীকরণ ব্যবস্থাপনা খুবই প্রয়োজনীয় এবং এক্ষেত্রে চীন ভালো কাজই করছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040