সহজ চীনা ভাষা - পায়চারি করা
  2019-06-17 15:41:24  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'পায়চারি করা'। এর চীনা ভাষা হলো: 散步sàn bù। 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

পায়চারি করা হলো চীনের সমসাময়িক লেখক মো হুয়াই ই'র ১৯৮৫ সালে রচিত একটি গদ্য। পরিবারের তিন প্রজন্মের চার জনের পায়চারির ঘটনা থেকে লেখন 'জীবন সম্বন্ধে নিজের অনুভূতি' বর্ণনা করেছেন। এতে পাঠকরা উপভোগ করতে পারেন: মা এবং ছেলে, বাবা এবং ছেলে এবং দাদি ও নাতির মধ্যে গভীর ভালোবাসা।

গল্পটা এমন:

একদিন, আমি, আমার মা, আমার স্ত্রী এবং আমার ছেলে চার জন গ্রামে পায়চারি করছিলাম।

আমার মা আসলে বাইরে যেতে চান না, তার বয়স হয়েছে, শরীর ভালো না, বেশি হাঁটলে ক্লান্ত লাগে। আমি বলি, ঠিক এ কারণে বেশি বেশি হাঁটা দরকার। তাই মা আমাদের সঙ্গে বাইরে আসেন।

আমি এবং আমার মা সামনে যাই, আমার স্ত্রী ও ছেলে পিছনে। ছেলে হঠাত্ বলে: সামনে হলো মা এবং ছেলে, পিছনেও মা এবং ছেলে। আমরা তা শুনে সবাই হাসতে শুরু করি।

পরে এ নিয়ে মতভেদ হয়। মা বড় রাস্তায় হাঁটতে চান, বড় রাস্তা হাঁটার জন্য বেশ ভালো। আমার ছোট ছেলে ছোট পথে যেতে চায়। ছোট পথ তার কাছে বেশ মজার লাগে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমার। আমার মা বয়স্ক হয়েছে, তিনি নিজের ছেলের কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। আমার ছেলের বয়স ছোট, তার চোখে বাবার কথাই সঠিক। আমার স্ত্রীও আমাকে সম্মান করে। সে মুহূর্তে যেন জাতির নেতার মত বড় দায়িত্ব বহন করি আমি! অবশেষে আমি সিদ্ধান্ত নেই, মায়ের কথামতো বড় রাস্তায় যাবো, কারণ ভবিষ্যতে ছেলের সঙ্গে আরও বেশি সময় থাকতে পারব।

তবে আমার মা আমাকে বলেন, আমরা ছোট পথে হাঁটবো। সেখানের দৃশ্য সুন্দর, যেখানে আমি পার হতে পারব না, সেখানে তোমার পিঠে করে পার হবো।

এবার আমরা সূর্যের আলোয় সেই সুন্দর দৃশ্যের পথে হেঁটে যাচ্ছি। মা আমার পিঠে, ছেলে আমার স্ত্রীর পিঠে। যেন আমাদের পিছনে গোটা বিশ্ব!

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

散步sàn bù পায়চারি করা

在 zài এর কয়েকটি অর্থ আছে।

১. আছে বা অবস্থিত। যেমন 在家zài jiā (বাসায় আছে),在办公室zài bàn gōng shì(অফিসে আছে)

২. কিছু হচ্ছে, করছে, চলছে। 在吃饭zài chī fàn খাচ্ছে,在学习zài xué xí লেখাপড়া করছে,在看电影zài kàn diàn yǐng সিনেমা দেখছে।

妻子qī zǐস্ত্রী

母亲 mǔ qīn মাতা

儿子ér zǐছেলে, son

老 lǎo বয়স্ক, বৃদ্ধ হওয়া

身体 shēn tǐ শরীর

不好 bú hǎo ভালো না

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040