সিনচিয়াংয়ের তারিম হাইস্কুলে থাইচৌর শিক্ষকদের কাজ
  2019-06-17 14:31:07  cri

তারিম হাইস্কুল চীনের সিনচিয়াংয়ের উত্পাদন ও নির্মাণ সৈন্যদলের প্রথম ডিভিশনের আরাল শহরে অবস্থিত। হাইস্কুলটি ১৯৬০ সালে নির্মিত হয়। ২০১৪ সাল থেকে সিনচিয়াংকে সহায়তা করার পরিকল্পনা অনুযায়ী এক দফা চেচিয়াং প্রদেশের থাইচৌ শহরের শিক্ষক স্কুলটিতে আসেন।

লিউ বি হ্যে আগে ছিলেন চেচিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের ছুমেন হাইস্কুলের উপ-প্রধান। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আরাল শহরে এসে তারিম হাইস্কুলের প্রধানের দায়িত্ব পালন শুরু করেন। জরিপ করার পর তিনি স্কুলটির বাস্তব অবস্থা অনুযায়ী উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি দক্ষিণ সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় ও বিখ্যাত হাইস্কুল উন্নয়নের চেষ্টা করতে থাকেন। এ সম্পর্কে তিনি বলেন, "প্রথম ডিভিশনের নেতা আমাদেরকে দক্ষিণ সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় ও বিখ্যাত হাইস্কুল গড়ে তোলার অনুরোধ জানান। তখন আমাদের স্কুলের মান ভালো ছিল না। আমি স্কুলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পর বৈশিষ্ট্যময় হাইস্কুল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি।"

তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রধান লিউ মনে করেন যে, প্রধান দায়িত্ব হলো শিক্ষার মান উন্নত করা। সেজন্য তিনি দশ জন থাইচৌ'র শিক্ষককে স্নাতক শ্রেণীর ক্লাস নিতে পাঠান। তারিম হাইস্কুলের বর্তমান উপ-প্রধান স্যু ই বলেন, স্নাতক শ্রেণীর শিক্ষকের আরও উচ্চ মান হবে। এ সম্পর্কে স্যু ই বলেন, "আমাদের শিক্ষকদের সামর্থ্য আছে। শিক্ষার্থীদের মান অনুযায়ী শিক্ষা দেওয়া উচিত। ভবিষ্যতে শিক্ষার্থীভিত্তিক আরও কার্যকর শিক্ষাপরিকল্পনা প্রণয়ন করা হবে।"

স্যু ই'র মতো শেন স্যিয়াও জুন ২০১৮ সালে তারিম হাইস্কুলে আসেন। বর্তমানে তিনি স্নাতক শ্রেণীর শিক্ষাদান দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে শিক্ষক শেন স্থানীয় শিক্ষার্থীদের প্রধান সমস্যা বুঝেছেন। এ সম্পর্কে তিনি বলেন, "আমি সিনচিয়াংয়ে আসার পর আবিষ্কার করি যে, স্থানীয় শিক্ষার্থীরা খুবই বুদ্ধিমান। কিন্তু তাঁরা বেশি জানে না। কোন কোন শিক্ষার্থী কখনো নিজের জন্মস্থানের বাইরে যায়নি। কিন্তু চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয় ব্যাপক। এতে সামাজিক জ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অন্তর্ভুক্ত। সেজন্য আমি আর আমার সহকর্মীরা ক্লাসে সামাজিক তথ্য ও নতুন বিষয় তাঁদেরকে পড়াই।"

২০১৮ সালে সিনচিয়াংয়ে আসা শিক্ষকদের মধ্যে চাং জুন'র অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তাঁর ৩৭ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে। তারিম হাইস্কুলে কাজ করার দুই বছরে তিনি সবসময় নিজের সময় দিয়ে শিক্ষার্থীদের শেখান। তাঁর শিক্ষার্থীদের মান তেমন ভালো না। সেজন্য তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস উন্নয়নের চেষ্টা করতে থাকেন। এ সম্পর্কে তিনি বলেন, "আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস দেওয়া। তাঁদের ভিত্তি দুর্বল। কখনো কখনও আমার কথা বুঝে না। সেজন্য আমরা তাদের পড়ানোর সময় ধৈর্যশীলতার পরিচয় দিই। এ ছাড়াও আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রুপ-আলোচনার ব্যবস্থা করি। নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমেও তাদের জ্ঞান বৃদ্ধি পায়।"

সিনচিয়াংয়ে থাইচৌর শিক্ষকদের কয়েকটি শর্ত পূরণ করতে হয়। যেমন, তাঁদের ৫ বছরের অভিজ্ঞতা ও মধ্যম পর্যায়ের শিক্ষক ডিগ্রী থাকতে হয়। তাঁরা সবাই হলেন থাইচৌ'র বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক। এ সম্পর্কে তারিম হাইস্কুলের শিক্ষণ এবং গবেষণা বিভাগের পরিচালক চাং ফান বলেন, "আমার মনে হয়, থাইচৌ'র শিক্ষকরা আমাদের পুরাতন ধারণা পরিবর্তন করেছেন। তাঁরা আধুনিক ধ্যান-ধারণা নিয়ে এসেছেন। কয়েক বছরে আমাদের হাইস্কুলের শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।"

থাইচৌ শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় তারিম হাইস্কুলের মান অনেক উন্নত হয়েছে। ২০১৮ সালে এই স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে ৮১৭ জন, যা ২০১৬ সালের চেয়ে ৩১৭ জন বেশি। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জন, যা দুই বছর আগের চেয়ে ৭৭ জন বেশি।

প্রধান লিউ বি হ্যে মনে করেন কম্প্রিহেনসিভ সাক্ষরতা উন্নত করা উচিত। সেজন্য তিনি বৈশিষ্ট্যময় হাইস্কুল গড়ে তোলার ধারণা উত্থাপন করেন। ২০১৭ সাল থেকে তারিম হাইস্কুল থাইচৌ শহরের সিনচিয়াং সহায়তা পরিচালনা বিভাগ থেকে দুই বারের মত ৫০ লাখ ইউয়ান আরএমবির স্কুল তহবিলের আবেদন জানিয়েছে। লিউ বি হ্যে বলেন, "২০১৭ সালে আমরা থাইচৌ থেকে ১০ লাখ ইউয়ানের তহবিলের জন্য আবেদন জানিয়ে আরাল যুব মানসিক স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র গড়ে তুলেছি। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমরা বৈশিষ্ট্যময় হাইস্কুল প্রতিষ্ঠার জন্য আরবে ৪০ লাখ ইউয়ানের তহবিলের জন্য আবেদন জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের ছবিচিত্র, ক্যালিগ্রাফি, জাতীয় জ্ঞান ইত্যাদি শিক্ষা দেই।"

প্রধান লিউ আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোয় তারিম হাইস্কুল দ্রুত উন্নত হচ্ছে। শহরটির নেতাদের নেতৃত্বে থাইচৌ শহরের সিনচিয়াং সহায়তা পরিচালনা বিভাগের সমর্থনে এবং ২৭১ জন শিক্ষকের যৌথ প্রচেষ্টায় তারিম হাইস্কুল অবশ্যই দ্রুত দক্ষিণ সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় স্কুলে পরিণত হতে পারবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040