দক্ষিণ আমেরিকায় হঠাত্ বিদ্যুত্ সরবরাহ বন্ধে ব্যাপক দুর্ভোগ
  2019-06-17 14:16:37  cri
জুন ১৭: গতকাল (রোববার) আর্জেন্টিনাসহ প্রতিবেশী কয়েকটি দেশে হঠাত্ ব্যাপকভাবে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয় যায়, এতে প্রায় ১০ কোটি লোক ব্যাপক দুর্ভোগে পড়ে।

জানা গেছে, এদিন সকাল ৭টায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স ও অন্য ২২টি প্রদেশে একসাথে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়, এর প্রভাবে দেশের সাবওয়ে ও রেলপথ চলাচলও থেমে যায়, শহরের দোকান, ব্যাংক ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘন্টা পর রাজধানীর বিদ্যুত্ সরবরাহ পুনরুদ্ধার হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মাক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাষ্ট্রীয় বিদ্যুত্ নেটওয়ার্কের সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে এ সমস্যা সৃষ্টি হয়, সংশ্লিষ্টদের খুঁজবে সরকার।

প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, আর্জেন্টিনার বৃহত্তম জল বিদ্যুত্ স্টেশন ইয়াকরেতার বিদ্যুত্ সরবরাহ সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে, তবে বিস্তারিত কারণ আরো তদন্ত করতে হবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি সম্পদ বিষয়ক সচিব গুস্তাভো লোভেতেগুই।(সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040