যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে:জাপানি সাবেক সংসদ সদস্য
  2019-06-17 14:14:42  cri
জুন ১৭: জাপানের সাবেক সংসদ সদস্য, জাপান-চীন শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য কেন্দ্রের মহাপরিচালক তোসুকা শিনায়া গতকাল (রোববার) চীনের সিয়ামেন শহরে বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে একতরফা সমস্যা সৃষ্টি করেছে, দেশটির এমন আচরণ হঠকারী। তিনি যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনায় বসার তাগিদ দেন।

শিনায়া আরো বলেন, চীনের শিল্পপ্রতিষ্ঠান হুয়াওয়েই'র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণ ভিত্তিহীন। মার্কিন পক্ষের আচরণের বিরুদ্ধে চীনের প্রতিবাদ যুক্তিযুক্ত। চরম চাপ প্রয়োগ করা সমস্যা সমাধানের মূল পদ্ধতি নয়, কেউ এ থেকে লাভবান হবে না। জাপানের জন্য শুল্ক বাড়িয়ে দেওয়ায় চীনের ক্রেতারা সম্ভবত জাপানের পরিবর্তে অন্য দেশ থেকে পণ্যদ্রব্য কিনবেন, তবে তা চীন-মার্কিন বাণিজ্যিক সমস্যা সমাধান করতে সক্ষম নয় এবং তা জাপানের শেয়ার বাজারের জন্য বড় চাপ বয়ে আনবে। অবশ্য যুক্তরাষ্ট্র ও চীনের শেয়ার বাজারও ক্ষতিগ্রস্ত হোক তা কেউ দেখতে চায় না।

জুন মাসের শেষ দিকে জাপানের ওসাকায় জি-টোয়েন্টির শীর্ষসম্মেলন আয়োজন করা হবে। এ সুযোগ কাজে লাগিয়ে চলমান সংঘাতের অবসান হবে বলে আশা করেন তিনি। যুক্তরাষ্ট্র অন্য দেশের নেতৃবৃন্দের অনুভূতি বিবেচনা না করে শুধু একতরফা অভিযান চালাতে পারে না। যুক্তরাষ্ট্র চাপ বাড়িয়ে দিলে মার্কিন অর্থনীতির উপরও তা গুরুতর প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।(সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040