দুশানবেতে সিআইসিএ-এর সম্মেলনে দেওয়া প্রেসিডেন্ট সি'র ভাষণের ভূয়সী প্রশংসা আন্তর্জাতিক সমাজের
  2019-06-17 10:43:10  cri
জুন ১৭: কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)-র পঞ্চম সম্মেলন গত ১৫ জুন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আন্তর্জাতিক সমাজ প্রেসিডেন্ট সি'র এই ভাষণের ভূয়সী প্রশংসা করে। তারা মনে করেন, সি চিন পিং তাঁর ভাষণে এশিয়ার শান্তি ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে চীনের উদ্যোগ তুলে ধরেছেন এবং একই সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যকার সমঝোতা ও আস্থা বাড়ানো এবং সমন্বিত অর্জনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেছেন।

পাকিস্তানের চীন-পাক অর্থনৈতিক করিডোর নির্মাণ কেন্দ্রের উপ-মহাপরিচালক ইয়াসির মাসুদ বলেন, চীনের উত্থাপিত উন্মুক্তকরণ, বহুপক্ষবাদ ও সহযোগিতা সমর্থনকারী উদ্যোগ বিভিন্ন দেশের ঐকমত্যের জন্য অনুকূল। পাশাপাশি তা একতরফাবাদ ও সংরক্ষণবাদ থেকে দূরে থাকা ও উন্নয়নশীল দেশগুলোর শান্তি ও উন্নয়নের জন্যও সহায়ক হবে।

শ্রীলংকার জাতীয় নিরাপত্তা একাডেমির মহাপরিচালক আসাঙ্গা আবেয়াগুনাসেকেরা বলেন, বর্তমানে এশিয়া নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগ উত্থাপন করেছেন, তা প্রশংসনীয়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040