মিসরে 'এক অঞ্চল, এক পথ' এবং চীন-আফ্রিকা সহযোগিতার নতুন অনুশীলন-সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম উদ্বোধন
  2019-06-17 10:23:19  cri
জুন ১৭: 'এক অঞ্চল, এক পথ' এবং চীন-আফ্রিকা সহযোগিতার নতুন অনুশীলন-সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম গতকাল (রোববার) মিসরের রাজধানী কায়রোতে উদ্বোধন হয়েছে। নাইজেরিয়া, কেনিয়া, চীন ও মিসরসহ বিভিন্ন দেশের ৮০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা, শিল্পপতি, বিশেষজ্ঞ ও পণ্ডিত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এই ফোরামটি চীনের 'এক অঞ্চল, এক পথ', আফ্রিকার গবেষণা ইউনিয়ন এবং মিসরের আইন শামস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। ফোরামে অংশগ্রহণকারীরা 'এক অঞ্চল, এক পথ' এবং চীন-আফ্রিকা সহযোগিতা, চীন এবং আফ্রিকার শিল্পোন্নয়ন, 'এক অঞ্চল, এক পথ' প্রেক্ষাপটে চীন ও মিসরের সম্পর্ক, আফ্রিকার শিল্পায়ন প্রক্রিয়া এবং পেশাদার প্রযুক্তির শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মিসরে চীনা দূতাবাসের মিনিস্টার ও বাণিজ্যিক কাউন্সিলার হান বিং বলেন, মিসর হল 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের প্রাকৃতিক অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে, পুঁজি বিনিয়োগের সুপ্ত শক্তি খুব বড়, আর্থিক সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, মানব ও সাংস্কৃতিক বিনিময় ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে। মিসর ২০১৯ সালে আফ্রিকা ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে 'এক অঞ্চল, এক পথ' আওতায় চীন-আফ্রিকা সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

(শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040