যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে ভারত
  2019-06-16 17:05:42  cri

জুন ১৬: ভারত সরকার আজ (রোববার) থেকে যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের বাদাম, মটরশুঁটি এবং আখরোটসহ ২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। পূর্বে এ তালিকায় ২৯টি পণ্য ছিল; তবে নতুন ঘোষণায় চিংড়ি সরিয়ে নেওয়া হয়।

গত বছরের জুন মাসে, ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিশোধ নিতে উল্লেখিত তালিকা প্রণয়ন করা হয়েছিল। এরপর গত ৫ জুন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে, ভারতকে দেওয়া জিএসপি সুবিধা বাতিল করা হবে। এতে দু'দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও কঠিন হয়ে উঠলো।

(জিনিয়া/তৌহিদ/ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040