বাংলাদেশের জাতীয় বাজেট ব্যবসায়-বান্ধব : এফবিসিসিআই
  2019-06-15 19:03:17  cri

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়-বান্ধব বলে অভিহিত করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার রাজধানীর মতিঝিল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। বাজেটে দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক উৎস ও রেমিটেন্সে জোর দেয়া হয়েছে। ।

এদিকে, বিরোধী দল বিএনপি ও গণফোরাম বাজেটকে গণস্বার্থবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। তবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল মনগড়া ব্যাখ্যা দিয়ে বাজেট সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। গত ১০ বছর ধরে বিএনপি একই সুরে বাজেট সমালোচনা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040