চীনের অবস্থান শুধুমাত্র সকল দেশের বৈধ উন্নয়নের অধিকার রক্ষার জন্যই নয়, বরং আন্তর্জাতিক নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখার জন্যও: প্রেসিডেন্ট সি
  2019-06-15 17:10:53  cri
জুন ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) তাজিকিস্তানের দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)-র পঞ্চম শীর্ষ সম্মেলনে বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়গুলোতে উদ্ভূত সমস্যাগুলো সকল দলকে সমঝোতা ও পরামর্শের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাবের সাথে আন্তর্জাতিক সম্পর্কের নীতি এবং বহু-পক্ষীয় বাণিজ্য বিধি অনুসারে যথাযথভাবে পরিচালনা করা উচিত। চীনের এই অবস্থান শুধুমাত্র সকল দেশের বৈধ উন্নয়নের অধিকার রক্ষা করার জন্যই নয়, বরং আন্তর্জাতিক নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখার জন্যও।

প্রেসিডেন্ট সি আবার জানান, চীন অন্যান্য দেশের সাথে যৌথ আলোচনা, যৌথ নির্মাণ, যৌথ ভাগাভাগি ও বিশ্বব্যাপী শাসনের ধারণা মেনে চলে, দৃঢ়ভাবে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করে, বিশ্ব বাণিজ্য সংস্থা কেন্দ্রিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে ইচ্ছুক। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040