হংকংয়ে বিশৃঙ্খলা তৈরি করে কোনো পক্ষই লাভবান হবে না: সিআরআই'র সম্পাদকীয়
  2019-06-15 14:51:29  cri
জুন ১৫: সম্প্রতি মার্কিন কংগ্রেসের সদস্যরা 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল'-এর কথা আবার উল্লেখ করে এবং মার্কিন সরকারকে প্রতি বছর হংকংয়ের আত্মশাসনের অবস্থার বিশুদ্ধতা প্রমাণ করার অনুরোধ করে।

ফলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে যে, ১৯৯২ সালে পেশ করা 'যুক্তরাষ্ট্র-হংকং নীতি আইন' অনুযায়ী স্বাধীন শুল্ক এলাকা হিসেবে হংকংকে বিশেষ সুবিধা আর দেওয়া যাবে কিনা।

চীনের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কোনো মার্কিন রাজীতিবিদদের এত কঠোর হস্তক্ষেপ থেকে চীনের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বাধা সৃষ্টি করা এবং চীনের ওপর বহুদিক থেকে চূড়ান্ত চাপ দেওয়ার প্রচেষ্টা প্রমাণিত হয় বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র সম্পাদকীয়তে মনে করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, একটা বিষয় সবার বুঝতে হবে যে, হংকংয়ে বিশৃঙ্খলা তৈরি করে কোনো পক্ষই লাভবান হবে না।

বাণিজ্যিক দিক থেকে বলা যায়, যুক্তরাষ্ট্র হলো হংকংয়ের প্রধান বাণিজ্যিক অংশীদার। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ২০০৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্র হংকংয়ের সঙ্গে বাণিজ্য চালানোর মাধ্যমে বিশ্বের বৃহত্তম মূল্যের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করে। হংকং বিশৃঙ্খল করে তুললে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়ে যাবে বলে সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়। পুঁজি বিনিয়োগের দিক থেকে বলা যায়, হংকং হলো যুক্তরাষ্ট্রের সরাসরি পুঁজি আকর্ষণের গন্তব্যস্থান। ২০১৭ সালে হংকংয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি পুঁজি বিনিয়োগের মূল্য ৮১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা আর না থাকলে ব্যবসা চালানোর পরিবেশও নষ্ট হয়ে যাবে। এতে হংকংয়ে মার্কিন পুঁজি বিনিয়োগকারী শিল্প-প্রতিষ্ঠাগুলোও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040