পর্বত আরোহণ সমস্যা সমাধানে নেপালে বিশেষ কমিটি গঠিত
  2019-06-14 11:19:47  cri
জুন ১৪: মাউন্ট এভারেস্টসহ বিভিন্ন পর্বত আরোহণ প্রকল্পে যে-সমস্যা দেখা যাচ্ছে, তার সমাধানের জন্য সম্প্রতি একটি বিশেষ কমিটি গঠন করেছে নেপালের সরকার।

নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, এই কমিটি নেপালের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে গঠিত হয়েছে। সাম্প্রতিক কালে পর্বতারোহীদের মৃত্যু ও নিখোঁজ হবার হার বেড়ে যাওয়ার কারণ তদন্ত করবে এই কমিটি।

উল্লেখ্য, ২০১৯ সালের বসন্তকালে যত পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়েছে, তা গতবছরের একই সময়ের চেয়ে ৩৫ জন বেশি। এবার ৬৫৯ জন পর্বতারোহী ও নেপালি সমন্বয়কারী মাউন্ট এভারেস্টে আরোহণের চেষ্টা করেন। তাদের মধ্যে একশ জন চূড়ান্তভাবে ব্যর্থ হন। পরিসংখ্যান বলছে, চলতি বছর এ পর্যন্ত মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে মোট ৮ জন মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040