বিশকেকে সি চিন পিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক
  2019-06-14 10:30:51  cri
জুন ১৪: গতকাল (বৃহস্পতিবার) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও ভারত দুটি নবোদিত রাষ্ট্র। দুটি রাষ্ট্রই দ্রুত উন্নয়নের পর্যায়ে রয়েছে। দু'দেশের সহযোগিতা পরস্পরের উন্নয়নে সহায়ক আর এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বেইজিং।

সি চিন পিং আরও বলেন, দু'পক্ষের উচিত পরস্পরকে হুমকি হিসেবে না দেখা; ভালোভাবে মতভেদ দূর করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে ইতিবাচক শক্তি যোগানো; পুঁজি বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করা; বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার করিডোরসহ বিভিন্ন আঞ্চলিক যোগাযোগ-ব্যবস্থা উন্নত করা; এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা। উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজারের প্রতিনিধি হিসেবে অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদের পক্ষে দু'দেশের দৃঢ় অবস্থানের ওপরও গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট সি।

জবাবে নরেন্দ্র মোদি বলেন, গত বছর উহানে প্রেসিডেন্ট সি'র সঙ্গে তাঁর বৈঠক সাফল্যমণ্ডিত হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে গেছে। ভারত চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করবে এবং ভালভাবে মতভেদ দূর করতে সচেষ্ট থাকবে। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040