বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ
  2019-06-13 19:00:24  cri
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সংসদে 'সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের' শিরোনামে উপস্থাপিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

এবার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। বাজেট ঘাটতি ১ লাখ ৪৫ হাজার ৯৫০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। সামাজিক নিরাপত্তা খাতে মোট ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা বাজেটের ১৪ দশমিক ২১ শতাংশ। করমুক্ত আয়সীমা আগের মতো আড়াই লাখ টাকা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট সবার চাহিদা পূরণ করা সম্ভব হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণ নেই বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এদিকে, বাজেট বক্তৃতার সময় অসুস্থ বোধ করলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতার বাকি অংশ পড়ে দেন। প্রসঙ্গত গত কদিন ধরেই অর্থমন্ত্রী অসুস্থ ছিলেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040