শাংহাই সহযোগিতা সংস্থার ভূমিকার উপর গুরুত্ব দেয় ভারত: মোদি
  2019-06-13 18:21:22  cri

জুন ১৩: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (বৃহস্পতিবার) বলেন, আঞ্চলিক ও বহুপক্ষীয়, রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতায় শাংহাই সহযোগিতা সংস্থার ভূমিকার উপর গুরুত্ব দেয় তাঁর দেশ।

কিরগিজস্তান সফরের উদ্দেশে নয়াদিল্লি ছেড়ে যাবার সময় মোদি বিমানবন্দরে এ কথা বলেন। তিনি বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। তিনি বলেন, ভারত আশা করে এবার শীর্ষ সম্মেলনে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, বহুপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বেসরকারি বিনিময় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে। দু'বছর আগে শাংহাই সহযোগিতা সংস্থার আনুষ্ঠানিক সদস্য হবার পর ভারত সংস্থার নানান সংলাপ ব্যবস্থায় ইতিবাচকভাবে অংশ নিয়েছে। (শিশির/টুটুল/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040