চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংঘর্ষ শুরু করা হলো মার্কিন সরকারের দুর্বলতা ও বিবেচনা-বোধহীন চিন্তার প্রতিফলন: আর্মেনিয়ার শান্তি কমিটির চেয়ারম্যান
  2019-06-13 18:19:59  cri

জুন ১৩: আর্মেনিয়ার শান্তি কমিটির চেয়ারম্যান গ্রিগোর পেত্রোসান সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে বিশেষ সাক্ষাত্কার দেয়ার সময় বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংঘর্ষ শুরু করার অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র শক্তিশালী, বরং তা মার্কিন সরকারের দুর্বলতা ও বিবেচনা-বোধহীন চিন্তার প্রতিফলন।

পেত্রোসান বলেন, যুক্তরাষ্ট্র শুধু চীন থেকে যে আমদানি করে তা নয়, কৃষিপণ্যসহ ধারাবাহিক দ্রব্য চীনে রপ্তানিও করে যুক্তরাষ্ট্র। চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরো করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না, বরং সমস্যা সৃষ্টি করবে। ইতিহাস প্রমাণ করে যে 'আমেরিকা ফার্স্ট'নীতি চালু করা বিপজ্জনক। চীন এমন আর্থ-বাণিজ্যিক সংঘর্ষকে ভয় পাবে না, কারণ মার্কিন নীতি চীনের সঙ্গে ইউরোপীয় দেশের বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারবে না। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অধিকাংশ দেশের অবস্থাও একই। (শিশির/টুটুল/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040