বিশকেকে চীন ও কিরগিজস্তানের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
  2019-06-13 18:18:28  cri

জুন ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বিশকেকে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরোনবে ঝিনবেকভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দু'নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও নানা ক্ষেত্রের সহযোগিতার ফলাফলের উচ্চ মূল্যায়ন করেন এবং চীন-কিরগিজস্তান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে একমত হন।

সি চিন পিং বলেন, চীন-কিরগিজস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৭ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উন্নয়ন বাস্তবায়িত হয়; পারস্পরিক সম্মান, সমান ও সহযোগিতা এবং উভয়ের কল্যাণকর নতুন দেশের সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করে। বর্তমানে 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণ চীন-কিরগিজস্তান সহযোগিতার মূল বিষয়ে পরিণত হয়েছে। নতুন পরিস্থিতিতে, দু'পক্ষের উচিত্ উন্নয়নের কৌশল সংযুক্ত করা, সহযোগিতার সুপ্ত শক্তি আবিষ্কার করা। চীন কিরগিজস্তানের সঙ্গে আর্থ-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা প্রসারিত করবে, গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়ন করবে এবং সাংস্কৃতিক ও স্থানীয় বিনিময় ঘনিষ্ঠ করবে। এছাড়া, বেইজিং বিশকেকের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার মান উন্নয়ন ও মাদক দ্রব্য পাচার দমন জোরদার করবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

ঝিনবেকভ বলেন, কিরগিজস্তান সবসময়ই চীনের ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। প্রেসিডেন্ট সি'র দেশ প্রশাসনের চিন্তাধারা ও অভিজ্ঞতা শিখতে পারে কিরগিজস্তান। তাঁর দেশ ও জনগণের জীবিকার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান। সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে কিরগিজস্তান ও চীনের কাছাকাছি অবস্থান বহুপক্ষীয় সমন্বয় জোরদারের জন্য ভাল ভিত্তি তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকের পর দু'নেতা 'গণপ্রজাতন্ত্রী চীন ও কিরগিজস্তান প্রজাতন্ত্রের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীর করার যৌথ বিবৃতি'-তে স্বাক্ষর করেন। (শিশির/টুটুল/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040