সংঘর্ষ এড়িয়ে রাজনৈতিক চেষ্টা জোরদার করতে বিভিন্ন দেশের প্রতি জাতিসংঘের আহ্বান
  2019-06-13 16:34:14  cri
জুন ১৩: গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 'সংঘর্ষ এড়ানো এবং মধ্যস্থতা' বিষয়ক এক উন্মুক্ত সম্মেলন আয়োজন করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস, সাবেক মহাসচিব বান কি-মুন প্রমুখ নেতারা এতে উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংঘর্ষ এড়িয়ে কিভাবে রাজনৈতিক চেষ্টা জোরদার করা যায়, কিভাবে মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংঘর্ষ সমাধান করা যায় এবং কিভাবে মূল থেকে সংঘর্ষ সমাধান করা যায় তা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পক্ষ আলোচনা করে।

আন্তোনিও গুতেরহিস ভাষণে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ এবং জাতিসংঘের সদস্য দেশকে রাজনৈতিক চেষ্টা জোরদার করা ও ঐক্যবদ্ধ হয়ে সংঘর্ষ এড়াতে তাগিদ দেন।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও সুই এদিন বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী সংঘর্ষ এড়ানো উচিত। বিভিন্ন পক্ষের উচিত সমন্বয় জোরদার করা। এর সঙ্গে মা চাও সুই ভাষণে জাতিসংঘের সংঘর্ষ এড়ানো এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার ক্ষেত্রে চীনের দীর্ঘকালের প্রচেষ্টার কথা বর্ণনা করেন। (শুয়েই/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040