কোরীয় উপদ্বীপের সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: চীনা মুখপাত্র
  2019-06-13 11:05:02  cri
জুন ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (বুধবার) বলেছেন, পিয়ংইয়ং-ওয়াশিংটন শান্তি-সংলাপ অচলাবস্থায় পড়লেও, কোরীয় উপদ্বীপের সমস্যা দিনশেষে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।

মুখপাত্র বলেন, এক বছর আগে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সিঙ্গাপুরে প্রথম বৈঠক হয়েছিল। তখন বৈঠকশেষে একটি যৌথ-ঘোষণাও প্রকাশিত হয়, যাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু হ্যানয়ে কিম-ট্রাম্প দ্বিতীয় বৈঠকে দৃশ্যত ব্যর্থ হওয়ায়, শান্তি-সংলাপে অচলাবস্থা দেখা দেয়। কিন্তু এতে আলাপ-আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বাস্তবতা পরিবর্তিত হয়ে যায়নি। এখনও আলোচনাই একমাত্র পথ।

মুখপাত্র আরও বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যা জটিল। রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সকল পক্ষের যৌথ প্রয়াসে এ সমস্যার সমাধান সম্ভব বলে বেইজিং বিশ্বাস করে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে এ ব্যাপারে গঠনমূলক ভুমিকা পালন করে যেতেও ইচ্ছুক চীন। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040