কেং শুয়াং বলেন, মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মতভেদের কথা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমেই নিয়মিত বিরতিতে প্রকাশিত হচ্ছে। তা ছাড়া, গত এপ্রিলে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা টেক্সাস রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যেই বলেছেন, 'আমরা মিথ্যা কথা বলি, প্রতারণা করি, চুরি করি। এটাই যুক্তরাষ্ট্রের নিরলস অগ্রগতির রহস্য।'
মুখপাত্র প্রশ্ন করেন: ২০০৩ সালে কোন দেশ ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র রাখার মিথ্যা অভিযোগে ইরাক আক্রমণ করেছিল? তিনি বলেন, বস্তুত পৃথিবী জানে কোন দেশ মিথ্যাচারের আশ্রয় নেন, কোন দেশ নেয় না।
উল্লেখ্য, সম্প্রতি জন বোল্টন অভিযোগ করেন যে, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের মধ্যে মতভেদের মিথ্যা খবর ছড়াচ্ছে। (স্বর্ণা/আলিম/মুক্তা)