চীনা গায়িকা হ্য চে
  2019-06-13 09:22:54  cri


আজকের অনুষ্ঠানে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো চীনের গায়িকা হ্য চে-এর সাথে। ১৯৮৬ সালে ২৫ মার্চ হ্য চে কুই চৌ প্রদেশের রাজধানী কুই ইয়াংয়ে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি 'সুপার গাল' নামে একটি বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় হ্য চে তার মিষ্টি ও শক্তিশালী কণ্ঠ এবং প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য সুনাম অর্জন করেন। প্রতিযোগিতায় চতুর্থ পুরস্কার পেয়ে হ্য চে একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এই সময় থেকেই পেশাদার গায়িকা হিসেবে তার সঙ্গীত জীবন শুরু হয়।

২০০৬ সালে হ্য চে তার প্রথম অ্যালবাম 'আলো' প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি ওই বছরটিতে চীনের 'গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে' সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান। পরের বছর হ্য চে তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে বেশ খ্যাতি অর্জন করেন। ২০১০ সাল থেকে গান গাওয়া ছাড়াও হ্য চে চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। বর্তমানে তিনি গান গাওয়া ছাড়াও অভিনয়, কনসার্ট, টিভি শোসহ অনেক ক্ষেত্রে বেশ দক্ষতার সাথে কাজ করছেন।

বন্ধুরা, এখন হ্য চে'র প্রথম অ্যালবাম 'আলো' থেকে একটি গান শুনবো, গানের নাম 'আমাকে আর ভালোবাসো না'। এই গানে বলা হয়েছে, প্রেম করার সময় যদি দু'জন সবসময় পরস্পরকে ভুল বোঝে; তখন সম্পর্কটা মেরামত করার চেষ্টা না করে বরং তা থেকে বিরত থাকা উচিত। ভুল মানুষকে বিদায় করে দিয়ে সঠিক মানুষের সন্ধান করা জরুরি।

গান ১

ভালোবাসা একটি শাশ্বত বিষয়। হ্য চে'র গাওয়া অধিকাংশ গানের বিষয় প্রেম কেন্দ্রিক। প্রেম করার যে মেজাজ, হাসি-দুঃখ, এমন কি মনের সূক্ষ্ম অনুভূতি, হ্য চে তার গানে সে সব প্রকাশ করেছেন দক্ষতার সাথে।

বন্ধুরা, এখন হ্য চে'র একটি দুঃখের প্রেমের গান শুনবো, গানের নাম 'আমাকে আর দুঃখিত বলবে না'। গানটি তার তৃতীয় অ্যালবামের হিট গান। 'মিউজিক রেডিও'-র 'বার্ষিক গোল্ডেন মেলোডি' পুরস্কার পেয়েছে এই গানটি।

গান ২

বন্ধুরা, কষ্টে ভরা প্রেমের গান শোনার পর এবার আমরা একটি আনন্দে ভরা প্রেমের গান শুনবো। এ গানের নাম 'চিরকাল'। এই গানে বলা হয়েছে, আমরা একসঙ্গে কফি খেতে খেতে রৌদ্রস্নান করি। একসঙ্গে সূর্যাস্ত দেখি, একসঙ্গে বেলাভূমিতে হাঁটি। এসব তো জীবনের খুব ছোট ব্যাপার। কিন্তু আমার নিজেকে অনেক সুখি মনে হয়। তুমি আমার পাশে থাকলে আমার মনে হয় জীবন চিরদিনের মতো ভালো ও সুন্দর হবে।

গান ৩

হ্য চে'র কণ্ঠ খুব বৈশিষ্ট্যমণ্ডিত, মিষ্টি এবং বেশ শক্তিশালী। এবার যে গানটি শুনবো সেটি খুব শক্তিশালী একটি গান। গানের নাম 'দুঃখ হলেও ভালোবাসবো'। এ গানে বলা হয়েছে, কখনও কখনও প্রেমের ক্ষেত্রে দুঃখের কোনো সমাধান নেই। কিন্তু দুঃখ ও হতাশায় হাবুডুবু খেয়ে প্রেম সাগরে আশার সন্ধান করতে হয়। তারপর প্রেম এগিয়ে যায়। চলুন একসঙ্গে গানটি শুনি।

গান ৪

বন্ধুরা, একটি শক্তিশালী গান শোনার পর এখন আমরা একটি গীতধর্মী মৃদু গান শুনি চলুন। এই গানের নাম 'তুমি আমার প্রকৃতি'। গানে বলা হয়, এই জটিল কোলাহলময় পৃথিবীতে আমার মন ক্রমে অসাড় হয়ে গেছে। আমি অনেক শহর ও অঞ্চলে ভ্রমণ করেছি। অনেক প্রাকৃতিক দৃশ্য দেখেছি। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে শান্তি পেয়েছি। ধীরস্থির হয়েছে আমার মন। আমার পৃথিবী সহজ ও সচ্ছল হয়েছে। আমার আর ভ্রমণ করার দরকার নেই। কারণ তুমিই আমার প্রকৃতি।

গান ৫

প্রিয় শ্রোতা, পরের গানের নাম 'তোমাকে সুখি হতে হবে'। এটি একটি শান্ত প্রেমের গান। এই গানে বলা হয়েছে, গভীর রাতে তোমার কথা আমার মনে পড়ে। তোমার বলা কথাগুলো সব সময় ভাবি আমি। জানি না তুমি এখন ভালো আছো কিনা। তোমার মনকে আমি তো জানি। আমরা একসঙ্গে থাকতে না পারলেও তোমাকে সুখি হতে হবে।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠান শেষে হ্য চে'র একটি মিষ্টি গান 'চলো বিয়ে করা যাক' শুনবো। আশা করি এ গানটিও আপনাদের ভালো লাগবে।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040