লি ই জুন
  2019-06-12 19:16:17  cri
190612music

লি ই জুন, ১৯৬৯ সালের ২৭ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন, তার পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের উ হান শহরে। তিনি হলেন চীনের তাইওয়ানের বিখ্যাত একজন গায়িকা।

লি ই জুনের আসল নাম লি হুয়া লিং। যখন তার বয়স এক বছর, তখন তিনি সংগীতের সুর শুনতে শুনতে গাইতে পারেন। দশ বছরের সময় লি ই জুন বাবা'র উত্সাহে তাইওয়ান অপেরা স্কুলে ভর্তি হন। আসলে এর পিছনে আরেকটি কারণ ছিলো, তখন লি ই জুনের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিলো, আর অপেরা স্কুল পড়তে কোনো ফি লাগতো না।

একবার লি ই জুন তার সহপাঠীর সঙ্গে সংগীত কোম্পানিতে সাক্ষাত্কার দেন, তিনি তখন তাইওয়ানের বিখ্যাত গায়িকা ছাই ছিনের গান 'শেষ দিন' পরিবেশন করেন। এই গানের মাধ্যমে সংগীত কোম্পানি লি ই জুনের প্রতিভা আবিষ্কার করতে পারে। তবে তার পরিবার লি ই জুনকে সংগীত কোম্পানিতে যোগ দিতে দেয় না। বিশেষ করে লি ই জুনের মা মনে করেন, সংগীত মহল খুব জটিল, এই সংগীত কোম্পানি নিজের মেয়ের সঙ্গে চালাকি করবে। পরে লি ই জুনের শিক্ষক এবং সংগীত কোম্পানির প্রধান একসাথে লি ই জুনের বাসায় গিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলেন। এভাবেই লি ই জুনের বাবা মা সংগীত কোম্পানিকে বিশ্বাস করেন।

সংগীত মহলে যোগ দেয়ার আগে লি ই জুনের স্কুলের প্রধান বলেন, যদি লি ই জুনের অ্যালবাম প্রকাশ করতে হয়, তাহলে তার একটি শিল্পীর নাম দরকার। তাই তাকে 'লি ই জুন' এই নাম দিয়েছেন। তারপর লি ই জুন আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

১৯৮৭ সালের ১ অক্টোবর, লি ই জুনের প্রথম অ্যালবাম 'মিলন' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা হয় 'মিলন' নামে গানটি। গানটি অনেক তরুণ তরুণীদের প্রিয়, লি ই জুন এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন।

১৯৮৮ সালের ১ মে, লি ই জুন অপেরা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বছর তার আরেকটি অ্যালবাম 'ভালো থাকো, আবার দেখা হবে' প্রকাশিত হয়। একই বছরের ১ নভেম্বর, তার আরেকটি অ্যালবাম 'তুমি আমার সারা জীবনের ভালোবাসা' রিলিজ হয়।

১৯৮৯ সালের ১ জুলাই তার অ্যালবাম 'আবার ফিরে দেখা' প্রকাশিত হয়। ১৯৯০ সালের ১ জানুয়ারি তার প্রকাশিত 'এমন আমি' অ্যালবাম বিক্রি হয় ১০ লাখেরও বেশি কপি। এর মধ্যে অন্যতম একটি গান 'বাতাসের প্রতিশ্রুতি' তখন সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়।

১৯৯০ সালের ১ অগাস্ট লি ই জুন তার শ্রেষ্ঠ গানগুলো নিয়ে তিনটি অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ১ নভেম্বর, তার অ্যালবাম 'গোপন ভালোবাসা' রিলিজ হয়।

১৯৯১ সালের ১ জানুয়ারি, লি ই জুনের অ্যালবাম 'সুয়ে খ্য' প্রকাশিত হয়। এর থিম সং হল সেই বছর তাইওয়ানের বিখ্যাত টিভি সিরিজ 'ছয় স্বপ্ন'-এর থিম সং। এই গানের মাধ্যমে লি ই জুন চীনের মূল-ভূভাগে আরো জনপ্রিয় হয়ে ওঠেন।

১৯৯১ সালের ১ মে লি ই জুন 'আর ভুল করবো না' নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে তার নিজের রচিত গান 'নিজের দুঃখ' অন্তর্ভুক্ত করা হয়।

১৯৯২ সালের ১ অগাস্ট তার অ্যালবাম 'প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন চিন্তা' প্রকাশিত হয়। ১৯৯৩ সালের ১ মে লি ই জুনের অ্যালবাম 'ভালোবাসার মদ' রিলিজ হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়িকা লি ই জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040