দশম চীন-ব্রিটেন অর্থ সংলাপ আগামী ১৭ জুন ব্রিটেনে অনুষ্ঠিত হবে
  2019-06-12 19:08:19  cri
জুন ১২: দশম চীন-ব্রিটেন অর্থ সংলাপ আগামী ১৭ জুন ব্রিটেনে অনুষ্ঠিত হবে। চীন ও ব্রিটেন অর্থনীতির পরিস্থিতি এবং বিশ্বের অর্থনীতির পরিচালনা, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ, প্রকল্পের সহযোগিতা, কৌশলগত ও নতুন ক্ষেত্রের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া ও ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হামন্ড যৌথভাবে সংলাপে সভাপতিত্ব করবেন। (শুয়েই/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040