ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং
  2019-06-12 19:05:28  cri
রোহিঙ্গা ইস্যু নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, শীর্ষস্থানীয় কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচার করছে মিয়ানমার। এ বিষয়ে মিয়ানমারের বিভিন্ন প্রতিবেদনও মিথ্যায় ভরা বলে জানান তিনি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হবে এবং ওআইসিসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন চীন সফরে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতিকরা রোহিঙ্গা সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনা ও সংলাপের ওপর জোর দেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040