জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি মনে করেন, চীন-মার্কিন বাণিজ্যিক সহযোগিতায় চীন অনেক লাভবান হয়েছে। তারা আশা করে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হবে। এই সম্বন্ধে কেং শুয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছরে দু'দেশ পরস্পরকে পূরণ করা এবং গভীরভাবে সংযুক্ত হওয়ার স্বার্থের কাঠামো এবং উভয়ের কল্যাণের সম্পর্ক স্থাপন করেছে।
কেং শুয়াং বলেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ পুঁজি বিনিয়োগকারী দেশ। যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় কোম্পানি চীনে ব্যবসা স্থাপন করেছে। সব রাজ্য চীনের সঙ্গে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্র চীন-মার্কিন বাণিজ্য থেকে বিরাট মুনাফা পেয়েছে। শুধু ২০১৭ সালে মার্কিন শিল্প প্রতিষ্ঠান চীনে বিক্রির পরিমাণ ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে মুনাফা ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করতে চায়, তাদের প্রথমে মার্কিন শিল্প প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করতে হবে, তারা রাজি হবে কি না? যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যকে জিজ্ঞেস করতে হবে, তারা রাজি হবে কি না? (শুয়েই/টুটুল/শিশির)