খুন মিংয়ে ২০১৯ দক্ষিণ এশিয়া ও পূর্ব –দক্ষিণ এশিয়া পণ্য প্রদর্শনী শুরু
  2019-06-12 18:15:51  cri

জুন ১২: আজ (বুধবার) ২০১৯ দক্ষিণ এশিয়া ও পূর্ব –দক্ষিণ এশিয়া পণ্য প্রদর্শনী অর্থাত্ বিনিয়োগ বাণিজ্য মেলা চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানী খুন মিং শহরের তিয়ান ছি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়।

ইয়ুন নান প্রদেশের সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছেন হাও ভাষণে বলেন, এবারের এই মেলার যৌথ আলোচনা, নির্মাণ ও ভাগাভাগির নীতি এবং টেকসই উন্নয়নের ধারণা অনুসরণ করে ইয়ুন নান ও দক্ষিণ এশিয়া, পূর্ব-দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের সুবিধা কাজে লাগিয়ে সার্বিক ও বহুপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে। নানা পক্ষ চীনা বাজারে প্রবেশ করার জন্য আরও ব্যাপক একটি প্লাটফর্ম তৈরি করবে।

এবারের মেলায় ১৭টি প্রদর্শনী হল ও ৭৫০০টি স্টল রয়েছে, মোট আয়তন ১৭০ হাজার বর্গমিটার। ৭৪টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এতে অংশ নেয়।

মেলা চলাকালে চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম, চীন-দক্ষিণ এশিয়া বাণিজ্যিক ফোরাম, দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়া শিক্ষা ফোরাম এবং দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়া শিল্প সপ্তাহসহ নানা কার্যক্রম আয়োজিত হবে। (শিশির/টুটুল/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040