ইরান-পরমাণুচুক্তি বাস্তবায়নের পথে ফিরে আসুন: চীনের আহ্বান
  2019-06-12 15:39:15  cri

জুন ১২: ইরান-পরমাণুচুক্তি বাস্তবায়নের পথে ফিরে আসতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক সম্মেলনে এ আহ্বান জানান জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ওয়াং ছুন।

ওয়াং ছুন বলেন, ইরান-পরমাণুচুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্বীকৃতি পেয়েছে। এই চুক্তি তাই সার্বিকভাবে বাস্তবায়ন করা উচিত। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেদ্ধাজ্ঞায় চুক্তি'র বাস্তবায়ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা টানা ১৫টি রিপোর্টে বলেছে যে, ইরান চুক্তির সকল শর্ত মেনে চলছে। চীন ইরানের প্রচেষ্টার উচ্চ প্রশংসা করে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন আশা করে, ইরান অব্যাহতভাবে চুক্তির শর্তাবলী মেনে চলবে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থাও অব্যাহতভাবে ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে তা তত্ত্বাবধান করে যাবে। চীন ইরানের উদ্বেগকে সম্মান করে এবং আন্তর্জাতিক সমাজেরও উচিত ইরানের বৈধ অধিকারকে সম্মান দেখানো।

ওয়াং ছুন জোর দিয়ে বলেন, চীন আগের মতোই দৃঢ়ভাবে চুক্তি মেনে চলবে এবং নিজের দায়িত্ব পালন করবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040