কিরগিজস্তানের বিভিন্ন মহল এবং প্রবাসী চীনাদের সানন্দে প্রেসিডেন্ট সি'র সফরের প্রতীক্ষা
  2019-06-12 15:29:01  cri

জুন ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পি আজ (বুধবার) কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফর শুরু করেন এবং শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন। দেশটির বিভিন্ন মহল এবং প্রবাসী চীনারা সানন্দে প্রেসিডেন্ট সি'র এই সফরের প্রতীক্ষা করেন।

কিরগিজস্তানের সংসদ সদস্য, আটা-মাকেন পাটির প্রধান আলমামবেত সিকমামাতোভ বলেন, প্রেসিডেন্ট সি'র সফর কিরগিজস্তান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি এবং একত্রীকরণের দিক থেকে দেখলে, প্রেসিডেন্ট সি'র সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার সফরে আমরা অনেক প্রত্যাশা রাখি। কিরগিজস্তানের জন্য এটা বড় একটি রাজনৈতিক ঘটনা। গেল কয়েক বছরে, দু'দেশ বেশ কিছু দ্বিপক্ষীয় প্রকল্প করেছে। বিশেষ করে বিনিয়োগ ক্ষেত্রে দু'দেশ ধারাবাহিক দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করেছে। এবারের সফর এ উন্নয়নের প্রবণতা সুসংবদ্ধ করবে।

কিরগিজস্তানের স্বাধীন রাজনৈতিক বিশ্লেষক মার্স সারিয়েভ মনে করেন, কিরগিজস্তানের কোনো সমুদ্র বন্দর ছিল না। চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করলে ভূ-বিধিনিষেধ ভেঙে যাবে। প্রেসিডেন্ট সি'র সফর দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।

চীনের হ্য পেই প্রদেশের নাগরিক লি ইয়া বিশকেকে অনেক বছর ধরে বাস করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র সফর সকল প্রবাসী চীনাদের উত্সাহিত করে। তিনি বলেন, ৬ বছর আগে প্রেসিডেন্ট সি একবার কিরগিজস্তান সফর করেন। এবার তিনি আবার এখানে সফর করায় আমরা খুব খুশি। আশা করা যায় দু'দেশের সম্পর্কের আরও উন্নয়ন হবে। দু'দেশের ভালো উন্নয়ন হলে আমরাও উপকৃত হবো। (শিশির/টুটুল/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040