আমি একটি শরত্কালের গাছ
  2019-06-12 12:12:02  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে 'আমি একটি শরত্কালের গাছ' শীর্ষক গান শোনাবো। গেয়েছেন কন্ঠশিল্পী স্যু ছাং দ্যে। তিনি ১৯৬৩ সালের ৮ জানুয়ারি চীনের তাইওয়ানের গাওস্যিয়ংয়ের গাংশানে জন্মগ্রহণ করেন। তিনি একজন সিনিয়র সংগীত-প্রযোজক। তিনি এক হাজারেরও বেশি সংগীত রচনা করেছেন। এর মধ্যে অধিকাংশ চীনে খুবই জনপ্রিয়। এ ছাড়াও তিনি স্টেজ প্লে ও বিনোদন শিল্পপ্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। 'আমি একটি শরত্কালের গাছ' নামের গানের কথা স্যু ছাং দ্যে লিখেছেন। তিনি তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী চাং ইউ শেংয়ের জন্য গানটি লিখেছেন। আজকের অনুষ্ঠানে আমরা স্যু ছাং দ্যে'র কন্ঠে গানটি শুনবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু ছাং দ্যে'র কন্ঠে 'আমি একটি শরত্কালের গাছ' নামের গান। এখন আমি আপনাদেরকে স্যু গুয়ান চিয়ে'র কন্ঠে 'সমুদ্রে একটি হাসি' নামের গান শোনাবো। তিনি ১৯৪৮ সালের ৬ সেপ্টেম্বরে গুয়াংদং প্রদেশের গুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু ছোটবেলায় তিনি হংকংয়ে চলে যান। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা, সংগীজ্ঞত। তিনি হংকং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে তিনি একটি ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে সংগীতজগতে প্রবেশ করেন। একই বছরে ব্যান্ডটি অ্যালবাম প্রকাশ করে। ১৯৭০ সালে তিনি ব্যান্ডটি ত্যাগ করেন। ১৯৭১ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ১৯৭৩ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 'সমুদ্রে একটি হাসি' নামের গান ১৯৯০ সালে রিলিজ হয়। গানটি হল একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু গুয়ান চিয়ে'র কন্ঠে 'সমুদ্রে একটি হাসি' নামের গান। এখন আমি আরেকজন হংকংয়ের কন্ঠশিল্পীর গান শোনাবো আপনাদেরকে। তিনি হলেন স্যু চি আন। তিনি ১৯৬৭ সালের ১২ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। তিনি ১৯৮৬ সালে হংকংয়ের পঞ্চম নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'একজন মানুষের শক্ত পায়ে দাঁড়ানো উচিত' নামের গান। গানটি কন্ঠশিল্পী লিন জি স্যিয়াংয়ের গান। স্যু চি আন অনুষ্ঠানে পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু চি আন'র কন্ঠে 'একজন মানুষের শক্ত পায়ে দাঁড়ানো উচিত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যুয়ে চি ছিয়ান'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। তিনি ১৯৮৩ সালের ১৭ জুলাই শাংহাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, সংগীত-প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি হোটেল প্রশাসনবিষয়ক ইনস্টিটিউট 'গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন' থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'ঠিক আছে' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলে স্যুয়ে চি ছিয়ান'র কন্ঠে 'ঠিক আছে' নামের গান। তিনি ২০০৫ সালে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি নিজের একটি অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি শাংহাইতে একটি 'হটপট রেস্তোরাঁ' চালু করেন। এরপর তিনি পোশাক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বাজি ফুল' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যুয়ে চি ছিয়ান'র কন্ঠে 'বাজি ফুল' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'হয় না' নামের গান শোনাবো। 'হয় না' গানটি গত ৩১ অক্টোবরে প্রকাশিত হয়। গানটির কথা এমন:

"ইতস্তত করলে হয় না, মিলন হয় না।

একা একা কৌতুক দেখা হয় না।

তোমার দুঃখ অন্য মানুষকে দেখানো হয় না।

বৃষ্টি পড়বে না।

মনে করো না যে, সে তোমার জন্য এখনো বৃষ্টিতে দাঁড়িয়ে আছে!

কিন্তু বিস্ময়কর গল্পগুলো চলবে.. অবিরাম।

আমার একমাত্র দুঃখ তোমাকে বলা হয় না।

তুমি ছাড়া আমি কাউকে আর ভালবাসবো না।"

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040