চীনের টেলিযোগাযোগ-সরঞ্জাম ঝুঁকিপূর্ণ বলে প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্র: পিপলস ডেইলি
  2019-06-12 11:20:23  cri
জুন ১২: আজ (বুধবার) চীনের পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, চীনা কোম্পানির টেলিযোগাযোগ-সরঞ্জামকে 'ঝুঁকিপূর্ণ' বলে আখ্যায়িত করলেও, এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র; বরং দেশটি নিজেই দীর্ঘকাল ধরে বৈশ্বিক টেলিযোগাযোগ-ব্যবস্থায় গোপনে নজরদারি করে আসছে।

নিবন্ধে পাশ্চাত্যের গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, বিশ্বের টেলিযোগাযোগ-ব্যবস্থার ৯০ শতাংশের ওপর গোপন নজরদারি করে আসছে যুক্তরাষ্ট্র, যা স্নোডেন কর্তৃক ফাঁসকৃত 'প্রিজম' পরিকল্পনা থেকে প্রমাণিত হয়েছে।

নিবন্ধে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতা গ্লেন গ্রিনওায়াল্ডের বরাত দিয়ে বলা হয়, এনএসএ মার্কিন ব্যবসায়ীদের সার্ভারের মাধ্যমে বিদেশি ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি করেছে। এনক্রিপশন প্রযুক্তি কোম্পানি 'আরএসএ'র সঙ্গে এক কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে এনএসএ, যাতে মোবাইল টার্মিনালে ব্যাপকভাবে গোপন নজরদারি করা যায়।

নিবন্ধে আরও বলা হয়, 'প্রিজম' পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পরও বিশ্বে মার্কিন গোপন নজরদারি কমেনি। এ অবস্থায় বিশ্লেষকরা মনে করেন, টেলিযোগাযোগ খাতে নিজের নিয়ন্ত্রণ ও আধিপত্য খর্ব হবার ভয়েই যুক্তরাষ্ট্র চীনের টেলিযোগাযোগ-সরঞ্জামের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আরোপ করে চলেছে। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040