ইরান-পরমাণুচুক্তি রক্ষা করা উচিত: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  2019-06-11 10:47:35  cri

জুন ১১: ইরান-পরমাণুচুক্তি খুব গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত এই চুক্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস গতকাল (সোমবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মাস বলেন, ইরান-পরমাণুচুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের উচিত এ চুক্তির কার্যকারিতা সুনিশ্চিত করা এবং চুক্তিতে স্বীকৃত ইরানের বৈধ অধিকার রক্ষা করা।

তিনি আরাও বলেন, ইইউ ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করতে ইচ্ছুক। এতে ইরানের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের সংলাপ বা আলোচনা আয়োজনের সম্ভাবনা নেই বললে চলে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040