জেনিভায় ১০৮তম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন শুরু
  2019-06-11 10:28:56  cri

জুন ১১: গতকাল (সোমবার) জেনিভায় শুরু হয়েছে ১০৮তম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: কর্মসংস্থানের ওপর আধুনিক প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা।

 

আন্তর্জাতিক শ্রমিক সংস্থার মহাপরিচালক গাই রাইডার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আধুনিক প্রযুক্তি, জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, ও বিশ্বায়নসহ নানা কারণে বিশ্বের কর্মসংস্থান বাজারকে সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবার সম্মেলনে ভবিষ্যতের চ্যালেঞ্জ, সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, সম্মেলন ২১ জুন পর্যন্ত চলবে। সংস্থার ১৮৭টি সদস্যদেশের ৫০০০ জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040