সহজ চীনা ভাষা-'শরত্কালের স্মৃতি'
  2019-06-10 19:58:14  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'শরত্কালের স্মৃতি'। এর চীনা ভাষা হলো: 秋天的怀念qiū tiān de huái niàn । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'শরত্কালের স্মৃতি' হলো চীনের সমসাময়িক লেখক সি থিয়ে শেংয়ের ১৯৮১ সালে রচিত একটি গদ্য। এতে নিজের মৃত মায়ের স্মৃতি বর্ণনা করা হয়েছে। মায়ের প্রতি লেখকের গভীর ভালোবাসা, প্রশংসা এবং তার পরিতাপ ফুটে উঠেছে।

ঘটনাটি এমন: লেখক এক দুর্ঘটনায় অচল হয়ে পড়েছেন। এ কারণে লেখকের মেজাজ অনেক খারাপ থাকে। তিনি কখনও হঠাত্ কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলেন, অথবা হঠাত্ গান শুনতে শুনতে রেগে যান। এমন সময় তাঁর মা চুপচাপ বাইরে লুকিয়ে থাকেন, যখন লেখকের মেজাজ শান্ত হয়, তখন মা লাল চোখ নিয়ে তার ঘরে ঢোকেন ও তাকে সান্ত্বনা দেন। মা বলেন, পার্কে ফুল ফুটেছে, তুমি হুইলচেয়ারে বসো, আমি তোমাকে বাইরে ফুল দেখাতে নিয়ে যাব, কেমন? লেখক ফুল পছন্দ করেন, কিন্তু লেখকের দুর্ঘটনার পর মা তার যত্ন নিতে গিয়ে ফুলের যত্ন নিতে পারেন নি। তাই ফুলগুলো মরে গেছে। লেখক তাই সবসময় খারাপ মেজাজে মায়ের সঙ্গে কথা বলেন, তিনি বলেন, আমি কেন বেঁচে থাকবো, আমি মরে যেতে চাই'।

কিন্তু লেখক জানেন না, মা অক্লান্তভাবে তার যত্ন নিতে নিতে মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার মায়ের যকৃৎ ক্যান্সার হয়! কিন্তু মা সেই ভীষণ ব্যথা লুকিয়ে রাখেন। মায়ের মনে শুধু তার ছেলের চিন্তা।

লেখকের মা আবারও লেখককে বাইরে যাওয়ার প্রস্তাব দেন, লেখক অবশেষে রাজি হন। আগামীকাল বাইরে ফুল দেখতে যাওয়ার সময় ঠিক করেন তাঁরা। কিন্তু কে জানতো, সেটাই ছিল লেখকের সঙ্গে তার মায়ের শেষ দেখা!

যকৃৎ ক্যান্সারের কারণে তাঁর মা মারা যান। মায়ের শেষ কথাগুলো ছিলো: 'আমার অসুস্থ ছেলে এবং আমার অপ্রাপ্তবয়স্ক মেয়ে........'

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

秋天 qiū tiān শরত্কাল

怀念 huái niàn স্মৃতি

突然 tū rán হঠাত্

脾气 pí qì মেজাজ

总是 zǒng shì সবসময়

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040