জি-টোয়েন্টির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংস্থা সংস্কারের আহ্বান
  2019-06-10 11:17:25  cri

জুন ১০: জি-টোয়েন্টির দু'দিনব্যাপী বাণিজ্য ও ডিজিটল অর্থনীতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (রোববার) জাপানের ইবারাকি কেন শহরে অনুষ্ঠিত হয়। সম্মেলনশেষে প্রকাশিত এক বিবৃতিতে, বিশ্বে স্বাধীন ও ন্যায়সঙ্গত বাণিজ্যিক পরিবেশ রক্ষা এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় সংস্কারের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জি-টোয়েন্টির উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাণিজ্যসংক্রান্ত মতবিরোধ দূরীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা জোরদার করা। বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ হচ্ছে বিশ্ব অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন সুনিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান। বিদ্যমান বাণিজ্যিক ঝুঁকি বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমাতে পারে।

সম্মেলনে আন্তঃআঞ্চলিক ই-বাণিজ্যসংক্রান্ত নিয়মকানুন তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে 'বাণিজ্যে সংরক্ষণবাদের বিরোধিতা' বিবৃতিতে অন্তর্ভুক্ত করা যায়নি। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040