কর্মচঞ্চল রাজধানী, অফিস করেছেন বেশিরভাগ মন্ত্রী
  2019-06-09 19:01:46  cri
ঈদের দীর্ঘ ছুটির পর রোববার প্রথম কর্মদিবস। প্রশাসনে প্রাণকেন্দ্র সচিবালয় ছিল কর্মমুখর। অফিস করেছেন বেশিরভাগ মন্ত্রী। কাজ হয়েছে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তবে বেশির ভাগ বিপনীবিতান এখনো বন্ধ রয়েছে।

রোববার সকালে প্রথম কর্মদিবসে যোগ দিতে ট্রেন, বাস ও লঞ্চে করে রাজধানীতে ফিরেছেন অনেক মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলো, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঈদ-ফেরতা মানুষের ভিড়। মহাসড়কে যানজট না থাকায় অনেকটা স্বচ্ছন্দেই ফিরেছেন মানুষজন। ট্রেন কিছু বিলম্বে পৌঁছলেও খুশি যাত্রীরা। আর লঞ্চে অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও সার্বিক অবস্থায় খুশি যাত্রীরা। নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবার সড়ক পথের মতো লঞ্চযাত্রাও ছিল স্বস্তিদায়ক।

মাহমুদ হাশিম, ঢাকা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040