সি চিন পিংয়ের রাশিয়া সফরে চীন-রাশিয়া সম্পর্ক উন্নত হয়েছে: রুশ বিশেষজ্ঞ
  2019-06-09 18:10:40  cri
জুন ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরে চীন-রাশিয়া সম্পর্ক উন্নত হয়েছে। রাশিয়া চীনের অভিজ্ঞতা নিতে পারে। সম্প্রতি এসব মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণ-বিষয়ক উপদেষ্টা সার্গেই গ্লাজয়েভ। গত ৭ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং '২৩তম সেন্ট পিটার্সবুর্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে' 'টেকসই উন্নয়নে অবিচল থেকে সমৃদ্ধ ও সুন্দর বিশ্ব গঠন' শিরোনামে ভাষণ দেন। এ ভাষণ সম্পর্কে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, রাশিয়া-চীন সম্পর্কের ঐতিহাসিক সূচনাস্থল থেকে বোঝা যায়, বর্তমানে দু'দেশ একে অপরের রাজনীতি, অর্থনীতি ও সভ্যতাসহ বিভিন্ন বিষয়ে সার্বিক আস্থা রেখেছে। রাশিয়া ও চীন বিশ্বের বহুপক্ষীয় আস্থা রক্ষার প্রধান শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা রয়েছে। ধারাবাহিক গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি বাস্তবায়ন ও কার্যকর হয়েছে। তিনি বিশ্বাস করেন, পারস্পরিক কল্যাণ ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার ভিত্তিতে চীন-রাশিয়া বাস্তব সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, চীনের উন্নয়ন থেকে অভিজ্ঞতা গ্রহণ করতে পারে রাশিয়া।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040