রাশিয়ার টহল জাহাজ- অরোরার সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে: সি চিন পিং
  2019-06-09 17:00:39  cri

জুন ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত ৬ জুন সেন্ট পিটার্সবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের আগে প্রেসিডেন্টদ্বয় রাশিয়ার যুদ্ধজাহাজ-অরোরায় ওঠেন এবং জাহাজটি সম্পর্কে এক ঐতিহাসিক তথ্য জানান। সি বলেন, টহল জাহাজ- অরোরা রাশিয়ার বিখ্যাত 'অক্টোবর বিপ্লবের' সময় প্রথম অবস্থানে ছিল। চীনাদের মনে অরোরার গুরুত্বপূর্ণ স্থান আছে।

প্রেসিডেন্ট সি বলেন, টহল জাহাজ-অরোরা চীনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। 'অক্টোবর বিপ্লবের' প্রথম দফায় চীনাদের কাছে মার্ক্সবাদ পৌঁছায়। এ কারণেই চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এ কারণে জাহাজটি চীনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040