মার্কিন 'চূড়ান্ত চাপ' ব্যর্থ হবে: ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-06-09 16:44:34  cri

জুন ৯: ইরানের ওপর নতুন দফা অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে নিন্দা জানিয়ে উল্লেখ করে, মার্কিন এ 'চূড়ান্ত চাপ' ব্যর্থ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইরান পিজিপিআইসি কোম্পানির ওপর অবরোধ আরোপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং অর্থনৈতিক সন্ত্রাস করেছে। এ অবরোধ প্রমাণ করে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপে কোনো আন্তরিকতা ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সমাজের উচিত মার্কিন একতরফা আচরণ ও হুমকি-ধমকির জবাব দেওয়া।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040