মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের সমালোচনা করেছে ফিলিস্তিন
  2019-06-09 16:43:26  cri

জুন ৯: ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান সম্প্রতি বলেন, জর্দান নদীর পশ্চিম তীরের কিছু এলাকা ইসরাইলের অন্তর্ভুক্ত হতে পারে। তার এ মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা নাবিল সাথ গতকাল (শনিবার) 'ভয়েস অব ফিলিস্তিন' বেতারে বলেন, ফিলিস্তিনি নেতা ও ফিলিস্তিনি জনগণ রাষ্ট্রদূত ডেভিডের এ কথার প্রতিবাদ জানায়। ফিলিস্তিন ও ইসরাইলের শান্তিপূর্ণ অবস্থার ভিত্তি হলো পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরাইলি দখলদারিত্ব শেষ হওয়া।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা-পিএলও'র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতের এ-কথার সমালোচনা করে বলেন, এটা শান্তি প্রক্রিয়ার পথ নয় বরং অবিরাম সংঘর্ষের পথ।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040