যুক্তরাষ্ট্রের পারিবারিক শুল্ক বেড়েছে: ব্লুমবার্গ নিউজ
  2019-06-08 16:05:31  cri

জুন ৮: যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ নিউজ গতকাল (শুক্রবার) এক প্রবন্ধে জানায়, মার্কিন সরকার বাণিজ্যযুদ্ধ শুরু করেছে এবং সাধারণ মার্কিন পরিবারের ওপর অতিরিক্ত 'করের বোঝা' চাপিয়েছে।

২০১৭ সালের শেষ দিকে 'কর হ্রাস ও কর্মসংস্থান বিল' প্রকাশ করে মার্কিন সরকার। এতে ব্যক্তিগত আয়কর কমিয়ে দেওয়া হয়। সাধারণ মার্কিন পরিবারগুলো এ বিল থেকে উপকৃত হয়। তবে মার্কিন সরকার এখন বাণিজ্যযুদ্ধ শুরু করেছে এবং আমদানিকৃত পণ্যের দাম অনেক বেড়ে গেছে। তাই মার্কিন পরিবারগুলোকে অতিরিক্ত শুল্কের বোঝা বহন করতে হচ্ছে!

কর হ্রাস বিলে প্রতিটি মধ্যম আয়ের মার্কিন পরিবারকে বছরপ্রতি ৯৩০ ডলার শুল্ক মওকুফ করা হয়। তবে, এখন কার্যকর শুল্কনীতি অনুযায়ী, প্রতিটি মার্কিন পরিবারে বছরপ্রতি ৮৩১ ডলার ব্যয় বৃদ্ধি পেয়েছে।

(শিশির/তৌহিদ/শিক্ষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040