বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন তরুণ গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম মাও পু ই। তার গান সূক্ষ্ম অনুভূতি ও মনোমুগ্ধকর কথার জন্য বিখ্যাত। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে মাও পু ই'র কিছু সুন্দর গান শুনবো।
মাও পু ই ১৯৯৪ সালে চীনের হেইলোংচিয়াং প্রদেশের ছিছিহার শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে নিজেই নিজের নাম দেন মাও পু ই। এ নামের অর্থ হলো সাধারণ ও অপরিবর্তনীয়। তিনি আশা করেন একটি সাধারণ মন নিয়ে জীবন কাটাবেন এবং তা সহজে পরিবর্তন হবে না। একটি দারিদ্র পরিবারে বড় হওয়ার কারণে ছোট থেকেই সংগীত পছন্দ করলেও মাও পু ই'র সংগীতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নিজে গিটার শিখতে শুরু করেন এবং গান রচনা করতে শুরু করেন।
২০১৭ সালে মাও পু ই চীনের একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তখন তিনি নার্স হিসেবে কাজ করতেন। এর আগে তার বেশি পারফরমেন্সের অভিজ্ঞতাও ছিল না। কেউ তাকে নিয়ে আশাবাদীও ছিল না। কিন্তু অনুষ্ঠানে মাও পু ই'র রচিত ১৪টি গান সবার মন জয় করে এবং তিনিই চ্যাম্পিয়ন হন। বন্ধুরা, এখন সেই অনুষ্ঠানে মাও পু ই'র গাওয়া খুব সুন্দর একটি গান 'শেং সিয়া' বা 'গ্রীষ্মকাল' শুনবো।
প্রতিযোগিতার পর মাও পু ই নার্সের কাজ ছেড়ে দেন এবং পেশাদার গায়ক হন। সে বছর মাও পু ই তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা।
বন্ধুরা এখন এখন শুনুন অ্যালবামের একটি গান 'একটি পার্বত্য পথ'।
বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের অন্য একটি জনপ্রিয় গান 'সিয়াও ছৌ' বা 'বিষণ্ণতা দূর করা'। গানটি মাও পু ই'র বারে গান গাওয়ার অভিজ্ঞতা থেকে রচিত হয়েছে। গানের কথায় বলা হয়: যখন তুমি সব স্বপ্ন নিয়ে এখানে প্রবেশ করো, তখন দেখা যায়- সবার মুখে বিভিন্ন ধরনের মেকআপ। কেউ তোমার চেহারা মনে রাখে না। তোমার গান কোলাহলে হারিয়ে যায়। তুমি এক গ্লাস মদ নিয়ে বলো, এক গ্লাস সূর্যের জন্য, এক গ্লাস চাঁদের জন্য। তারা আমার স্বপ্ন জাগায় আমার মন উষ্ণ করে, তাই আমি স্বপ্ন অনুসরণের সাহস পাই।
মাও পু ই'র চেহারা বা কণ্ঠ নয়, তার বৈশিষ্ট্য হচ্ছে গানের কথা ও সুরে প্রকাশিত আন্তরিক, সূক্ষ্ম ও মুগ্ধ আবেগ। আর এসব আবেগ এসেছে তার নিজের অভিজ্ঞতা থেকে। দরিদ্রতার কারণে মাও পু ই জীবনের দুর্ভাগ্য ও সুখ গভীরভাবে বুঝতে পারেন, আর এসব অনুভূতি গানের মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করতে পারেন।
বন্ধুরা, পরের গানের নাম 'ই হুন ই সু'। গানে মাও পু ই ও তার মায়ের কথা বলেছেন। চলুন গানটি শোনা যাক।
জনপ্রিয়তা পাওয়ার পর মাও পু ই নিজের রচিত গানের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গান গেয়েছেন। বন্ধুরা, এবার আমরা শুনবো মাও পু ই'র একটি গান, যা জনপ্রিয় টিভি নাটকের থিম সং 'পু রান'। গানটি ২০১৮ সালে চীনের অন্যতম জনপ্রিয় গান। বন্ধুরা, চলুন গানটি শুনি।
পরের গান মাও পু ই'র 'উ উন' বা 'জিজ্ঞাসা নেই'। সবার মনেই একটি গল্প আছে, এসব গল্প স্মরণ করে তিনি এ-গান রচনা করেন। গানে বলা হয়: যদি সামনের পথে আলো না থাকে, তুমি কি আমার হাত ধরবে? যদি এই পথ অজানা দিকে যায়, তুমি কি আমার সঙ্গে যাবে? এই ছোটো জীবনে আমরা কাঁদতে কাঁদতে জেগে উঠি আর ভুলে যাই। সৌভাগ্যক্রমে, তুমি আমার কাছে ছিলে।
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে মাও পু ই'র আরও একটি সুন্দর গান 'সাধারণ দিন' শুনবো। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)