চীনের মূল ভূখণ্ডের ১০টি;শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়
  2019-06-04 16:19:01  cri

আগামী ৭ ও ৮ জুন চীনের গুরুত্বপূর্ণ পরীক্ষা-কাওখাও অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া। সবাই ভালো বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান। এ অবস্থায় চীনের ভূখণ্ডে কোন কোন বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত- তা জানা প্রয়োজন। প্রিয় শ্রোতা, আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ নিয়ে আলোচনা করবো।

..... এ পর্যন্ত ওয়েবসাইট ..............

২০০৩ সাল থেকে ক্রমাগত ১৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‍্যাকিং প্রকাশকারী একটি ওয়েবসাইট, Cuaa.net, । এ ওয়েবসাইটে সর্বশেষ বিশ্ববিদ্যালয়গুলির র‍্যাকিং তালিকা, বিভিন্ন সেরা সংস্থা এবং সর্বাধিক বিস্তৃত তথ্য সরবরাহ করা হয়।

এ বছর পিকিং ইউনিভার্সিটি আবারও তালিকার শীর্ষে উঠেছে, ১২তম বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এর পরে আছে ছিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং চীনা একাডেমি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া Cuaa.net ২০১৯ সালে চীনের বিশ্ববিদ্যালয় মূল্যায়ন গবেষণা প্রতিবেদন – 'জাতীয় কলেজ এনট্র্যান্স এক্সামিস্যাশন আপলিক্যাশন গাইড প্রকাশ করেছে। National College Entrance Examination Application Guide ।

প্রতিবেদনে ৯টি খাতে বিশ্ববিদ্যালয় র‍্যাকিং করা হয়। যেমন: শিক্ষাদানের মান (৩০.০৩%), উচ্চ-দক্ষ ব্যক্তি (১৩.০৯%), বিষয় এবং প্রধান (১০.৭৮%), উচ্চ স্তরের বৈজ্ঞানিক গবেষণা (১৯.২৫%), বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পগুলিতে সাফল্য (৭.৭) %), বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র (৫.৩৯%), আন্তর্জাতিক এবং দেশীয় অবস্থা (১.৫৪. %), সামাজিক খ্যাতি (৭.৬৯%) এবং আন্তর্জাতিক প্রভাব (৪.৫৩%)।

চলুন দেখা যাক, ২০১৯ সালে চীনের মূল ভূখণ্ডের শীর্ষ 10 টি বিশ্ববিদ্যালয়

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040