'প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধুত্ব- চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে বেইজিংয়ে অনুষ্ঠান
  2019-06-04 14:53:36  cri

২৫ মে 'প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধুত্ব- চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী স্মরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান চীনের রাশিয়ার দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে চীন-রাশিয়া বন্ধুত্ব, শান্তি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান দাই বিন কুও, চীনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ইভানোভিচ দেনিসোভ, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লে ইয়ু ছেং, উচৌ মিডিয়া গ্রুপের প্রকাশনালয় এবং মিডিয়া মহলের প্রতিনিধিসহ ১২০জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।

'প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধুত্ব- চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী স্মরণে সংহতি'টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনে নিযুক্ত রুশ দূতাবাসের সমর্থনে চীন-রাশিয়া বন্ধুত্ব, শান্তি ও উন্নয়ন কমিটির পুরানো বন্ধু পরিষদ কর্তৃক সংকলিত হয়েছিল।

সম্মেলনে রাষ্ট্রদূত দেনিসভ বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে এবং দুই দেশের প্রতিষ্ঠিত সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের মডেল হয়ে উঠেছে।

রাশিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে, 'প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধুত্ব- চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী স্মরণে সংহতি' প্রকাশিত হয়েছে।

দেনিসভ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাদের অবদানের জন্য রাশিয়ান ও চীনা কূটনীতিকদের পুরোনো প্রজন্মকে ধন্যবাদ জানান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040