মালভূমিতে অক্সিজেন কম, কিন্তু ভালবাসা বেশি
  2019-06-08 16:47:03  cri

শিকাজে, তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। তিব্বতী ভাষায় শিকাজে মানে 'সবচেয়ে ভাল তালুক'। এখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ 'ছুমোলোংমা' বা মাউন্ট এভারেস্ট। আছে তিব্বতের তিনটি পবিত্র হ্রদের অন্যতম ইয়ামদ্রোক। প্রতিবছর হাজার হাজার পর্যটক এ মহান সৌন্দর্য উপভোগ করতে আসেন। তা ছাড়া, শিকাজের অধীনে ইয়া তুং, , ছাং মু ও চি লং—এই তিনটি সীমান্ত বাণিজ্যবন্দরের ব্যবসা তিব্বত অঞ্চলের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। তাই মানুষ শিকাজে-কে 'তিব্বত মালভূমির মুক্তা' বলে ডাকে। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪০০০ মিটার উঁচুতে অবস্থিত শিকাজে-তে বাসকারী লাখ বাসিন্দার জীবন কষ্টদায়ক। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায়, এখানকার মানুষ সহজে আর্থ্রাইটিস, সার্ভিকাল স্পন্ডলোসিসসহ ক্রনিক রোগে আক্রান্ত হয়। অথচ আর্থিক অবস্থা ভালো না-হওয়ায় অনেক রোগীর জন্য হাসাপাতালে গিয়ে চিকিত্সা গ্রহণ করা সম্ভব হয় না। তাই স্বাস্থ্য ও চিকিত্সা স্থানীয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি ইস্যু।

সম্প্রতি বেইজিংয়ের বেশ কয়েকটি বড় হাসপাতালের ৩ শতাধিক চিকিত্সক বড় একটি গণকল্যাণমূলক চিকিত্সা-প্রকল্পে অংশ নিতে শিকাজেতে আসেন। তারা তিব্বতে বিনামূল্য চিকিত্সাসেবা দেন।

বেইজিং বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মূত্রব্যবস্থা বিভাগের উপ-পরিচালক লি হুই চিকিত্সা দলের একজন। তিনি টানা ১১ বছর ধরে এ ধরনের গণকল্যাণমূলক প্রকল্পে অংশ নিয়ে আসছেন। তিনি মনে করেন, প্রতিবার এমন কার্যক্রমে অংশগ্রহণ করলে তার মন পবিত্র হয়ে যায়। দূরবর্তী এলাকায় কীভাবে চিকিত্সাসেবা দেওয়া যাবে—এ সম্পর্কে তার নিজের ধারণা আছে। তিনি বলেন, "এ প্রকল্প চলেছে ১১ বছর ধরে এবং আমি এ কার্যক্রমের সঙ্গে বড় হয়েছি। দূরবর্তী এলাকার মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দিতে চাই।"

শিকাজে সাং চু জি এলাকার সমর্থন ও সহায়তা কেন্দ্রে ডাক্তার লি হু ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে স্বজনহীন বৃদ্ধ-বৃদ্ধাকে চিকিত্সাসেবা ও ওষুধ প্রদান করেন।

 

৬৮ বছর বয়সী লি জু সুন এমন বৃদ্ধদের একজন। তিনি ৬ বছর ধরে সমর্থন ও সহায়তাকেন্দ্রে আছেন। দীর্ঘকাল ধরে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। ফলে দৃষ্টির সমস্যাসহ বিভিন্ন সমস্যা তাকে কষ্ট দিচ্ছিল। এবার স্বেচ্ছাসেবক দল এখানে এসে তাকে সহায়তা দেয়। তাদেরকে লি জু সুন অনেক ধ্যনবাদ জানান। তিনি বলেন, "বিশেষজ্ঞ এখানে এসে আমাকে সাহায্য করেছে। আমি খুবই অভিভূত হয়েছি। আমার চিন্তা দূরা করেন তারা এবং আমাকে ভাল চিকিত্সা দেন। পার্টি ও সরকার আমার মতো বৃদ্ধদেরকে এমন যত্ন নেওয়ায় ধন্যবাদ জানাতে চাই।"

বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ প্রদান ছাড়া, চিকিত্সকরা স্থানীয় বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে স্বাস্থ্য-সচেতনতা তৈরির জন্য সভার আয়োজন করেন। বেইজিং চীনা চিকিত্সা ও ওষুধ বিশ্ববিদ্যলয়ের অধীনস্থ তৃতীয় হাসপাতালের উপ-প্রধান লিউ জি ওয়াং মনে করেন, 'স্বাস্থ্যকর চীন' ধারণা বাস্তবায়ন করতে চাইলে প্রথমে দূরবর্তী এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য-সচেতনতা বাড়াতে হবে এবং পাশাপাশি, স্থানীয় চিকিত্সার মান উন্নত করতে হবে। তিনি বলেন, "চিকিত্সাসেবা ও ওষুধ দেওয়া যেন তাদেরকে একটি মাছ প্রদান করা। কিন্তু আমরা তাদেরকে পুকুর তৈরির কৌশল, মাছ চাষের তরিকা শেখাতে চাই। কারণ, আমরা এখানে অস্থায়ী। স্থানীয় চিকিত্সকদের প্রশিক্ষণ দেওয়া তাই আরও বেশি গুরুত্বপূর্ণ। তা ছাড়া, স্বাস্থ্য-সচেতনা সৃষ্টি ও স্বাস্থ্যশিক্ষাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানকার মানুষ স্বাস্থ্যের ওপর বেশি গুরত্ব দেয় না। তাই তাদেরকে স্বাস্থ্যশিক্ষা দেয়াও প্রয়োজন।"

পরে চিকিত্সকরা তিব্বতি হাসপাতালে আরেকবার বিনামূল্যে চিকিত্সা-কার্যক্রম আয়োজন করে। বেইজিং বিশ্ববিদ্যলয় আন্তর্জাতিক হাসপাতালের টাইপ-বি আল্ট্রাসোনিক বিভাগের উপ-প্রধান চিকিত্সক ওয়াং জং। মালভূমির উচ্চতার কারণে তিনি প্রায়ই মাথাব্যথায় আক্রান্ত হন। কিন্তু এমন অবস্থাতেই তিনি কাজ অব্যাহত রাখেন। ৩০ বছর বয়সী ক্য শাং লা চেন তার একজন রোগী। মে মাসে ক্য শাং লা চেন তিব্বতী হাসপাতালে আসেন। স্থানীয় চিকিত্সক তার টাইপ-বি আল্ট্রাসোনিক পরীক্ষা করান এবং তার শরীরে হাইড্রোনেফ্রোসিস রোগ ধরা পড়ে। পরে বেইজিংয়ের ডাক্তার তাকে আবার পরীক্ষা করেন। ওয়াং জং তাকে পরীক্ষা করে দেখেন যে তার শরীরে হাইড্রোনেফ্রোসিস প্রায় নির্মূল হয়েছে। ওয়াং জং বলেন, স্থানীয় চিকিত্সক ঠিকভাবে পরীক্ষা করেছেন এবং চিকিত্সা দিয়েছেন। তবে সরঞ্জাম খুব পুরানো, এটা একটা বড় সমস্যা। যে-সরঞ্জাম তারা ব্যবহার করেন, তা ৭ বছর আগে একটি সংস্থার দান। বেইজিংয়ের কোথায় এমন পুরাতন সরঞ্জাম দেখা যায় না। স্থানীয় চিকিত্সক এমন পরিস্থিতিতেও রোগ নির্ণয় করতে পারেন, যা কঠিন এক কাজ। তিনি বলেন, তাদের সরঞ্জাম খুব জরাজীর্ণ, কোনো কোনোটির বাটন নষ্ট। আসলে স্থানীয় চিকিত্সকরা ভালো। শুধু লেখাপড়ার সুযোগ কম। সরঞ্জাম বা প্রশিক্ষণ—দুটো ক্ষেত্রেই তাদেরকে আরও বেশি সহায়তা দেওয়া উচিত। সুযোগ পেলে তাদের চিকিত্সার মান আরও উন্নত হবে।

অন্যদিকে, গেল কয়েক বছরে, বিভিন্ন প্রদেশ ও শহরের সহায়তায় তিব্বত অঞ্চলের অনেক হাসপাতালে স্থাপন করা হয় খুব ভাল ও উন্নত চিকিত্সা-সরঞ্জাম। তবে এ সরঞ্জামগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তা স্থানীয় চিকিত্সকদের শিখিয়ে দেওয়া হয়নি। তাই নতুন সরঞ্জাম কোনো কাজে লাগে না। ডাক্তার লি হু মনে করেন, তিব্বতের চিকিত্সা-ব্যবস্থার পশ্চাত্পদতার বড় একটি কারণ এটা। তিনি বলেন, গেল ১০ বছরে, সরকারের নেতৃত্ব ও সাহায্যে তিব্বত এলাকার চিকিত্সার পরিবেশ অনেক ভাল হয়েছে। হাসপাতালের সরঞ্জাম খুব উন্নত, তবে কেউও ব্যবহার করতে জানেন না। স্থানীয় চিকিত্সকদের মৌলিক চিকিত্সা-জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা আরও জরুরি।

লি হুই বলেন, কেবল চিকিত্সাসেবা ও ওধুষ দেওয়ার মাধ্যমে তিব্বতের চিকিত্সা-পরিবেশ উন্নত করা যাবে না। তিনি আশা করেন, ভবিষ্যতে এমন কার্যক্রমে স্থানীয় ডাক্তারদের দক্ষতা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, "দক্ষ মানুষ গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা আশা করি, আমাদের সাহায্যে তারা নিজেরা একেক জন দক্ষ ডাক্তার হতে পারবেন এবং স্বাধীনভাবে সমস্যা সমাধান করতে পারবেন।"

এক সপ্তাহের প্রোগ্রাম তিব্বতের চিকিত্সাবিষয়ক নানান সমস্যা দূর করতে পারে না। তবে তিব্বতিরা বেইজিং থেকে আসা ভালবাসা ও উষ্ণতা অনুভব করেছে। মালভূমিতে অক্সিজেন কম, কিন্তু ভালবাসা বেশি। আশা করা যায়, ভবিষ্যতে আরও গণকল্যাণমূলক কার্যক্রম তিব্বতে চালু হবে এবং যত দ্রুত সম্ভব 'স্বাস্থ্যকর চীন' ধারণা সার্বিকভাবে বাস্তবায়িত হবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040