'সর্বদা তুমি'
  2019-06-04 09:54:42  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন চি সিয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। তিনি ১৯৪৭ সালের ১২ অক্টোবর চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে প্রথম ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৯ সাল থেকে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৮০ সালে তিনি হংকংয়ের সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকে সারা চীন, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় খুব জনপ্রিয় ছিলেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন চি সিয়াংয়ের কন্ঠে 'আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি' নামের গান। এখন আমি আপনাদের সামনে হংকংয়ের কন্ঠশিল্পী ওয়াং চেং লিয়াংয়ের পরিচয় তুলে ধরবো। ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর সিছুয়ান প্রদেশের ছেংদং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সংগীত-প্রয়োজক এবং সিছুয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ২০০৭ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১, ২০১২, ২০১৫ সালে তিনি যথাক্রমে নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে 'সময় কোথায় চলে গেছে' গানটি চীনের শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার অর্জন করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গানটির প্রশংসা করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে 'সময় কোথায় চলে গেছে' শীর্ষক গান। এখন আমি চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ওয়েন চাও লুনের পরিচয় দিব। তিনি ১৯৬৮ সালের ১৮ নভেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সংগীতে বেশ আগ্রহী হয়ে ওঠেন চাও লুন। মাধ্যমিক স্কুলে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯৮২ সালে তিনি একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী থাকাকালেই হংকং টেলিভিশনকেন্দ্রে উপস্থাপকের কাজ শুরু করেন। এক বছর পর তিনি বেতারে ডিজে'র কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তিনি সংগীত-জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'দশ হাজার মাইল যাত্রা' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়েন চাও লুন'র কন্ঠে 'দশ হাজার মাইল যাত্রা' শীর্ষক গান। ১৯৮৬ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। তিনি হলেন গত শতাব্দীর ৯০-এর দশকে হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সর্বদা তুমি' নামের গান শোনাবো। গানটির কথা প্রায় এমন: শীতকালে বৃষ্টি কখনো বন্ধ হয় না কেন? সুপরিচিত পথে কেন সবসময় হারিয়ে যাই? প্রত্যাশিত স্বপ্ন কেন সবসময় ভেঙ্গে যায়? অনেক স্মৃতি আমার হৃদয়ে রয়েছে। আমার স্বপ্ন এমন হয় কি? তোমাকে কোনো দিন ভুলে যাবো না।

আচ্ছা, চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়েন চাও লুন'র কন্ঠে 'সর্বদা তুমি' নামের গান। এখন আমি আপনাদেরকে ওয়েন চাও লুনের কন্ঠে 'তুমি আমার প্রিয়াকে নিয়ে গেছো' শিরোনামের গান শোনাবো। গানটি ১৯৯৫ সালের ১ নভেম্বর প্রকাশিত হয়। গানের কথা এমন: আমাকে জিজ্ঞেস করবে না যে, আমার জীবন কঠিন কি না? তুমি ও তাঁর খেলায় আসলে আমি থাকতে পারি না। এখন আমি কি বলতে পারি? তিনটি হৃদয়ের জন্যই কোন সুন্দর ফলাফল হবে না। আমি কি তাঁকে অভিনন্দন জানাবো? আমি তোমাকে ঘৃণা না-করে থাকতে পারি না। যখন তুমি তাকে ধরে রাখো, তখন আমি একা কাঁদছিলাম। আমি অন্ধকারে কম্পিত হতে থাকি। তুমি আমার প্রিয়াকে নিয়ে গেছো। আমার হৃদয়ে দুঃখ লাগে। যেখানে থাক, তুমি আনন্দে থাকতে পারবে না।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়েন চাও লুন'র কন্ঠে কয়েকটি গান। থুং থিয়ে সিন ১৯৫৮ সালের নভেম্বরে লিয়াওনিং প্রদেশের চিনচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মান জাতির মানুষ। তিনি বিখ্যাত কন্ঠশিল্পী, জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। তিনি নিয়মিত "বিশেষ সরকারি ভাতা" পেয়ে থাকেন। বর্তমানে তিনি হলেন চীনের বিমান বাহিনীর রাজনৈতিক বিভাগের নাচ ও গান গ্রুপের অভিনেতা এবং চীনা সংগীতজ্ঞ সমিতির সদস্য। তিনি ছোটবেলা থেকে সংগীত শেখা শুরু করেন। তিনি পৃথক পৃথকভাবে চায়না ন্যাশনাল রেডিও'র সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর স্বর্ণপদক, সিসিটিভি'র চীনা সংগীত টেলিভিশনের স্বর্ণপদক এবং পঞ্চম 'চীনা গোল্ড রেকর্ড পুরস্কার'-এর বেল ক্যান্টোর শ্রেষ্ঠ গায়কের পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শুনবো তাঁর কন্ঠে 'সূর্যাস্ত লাল' নামের গান।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040