ইরানের সঙ্গে 'পূর্বশর্ত' ছাড়াই আলোচনা করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2019-06-03 11:07:49  cri
জুন ৩: সুইজারল্যান্ড সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (রোববার) বলেছেন, ইরানের সঙ্গে 'পূর্বশর্ত' ছাড়াই আলোচনা করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সরকার ইরানের উপর চাপ বজায় রাখার ব্যবস্থা হ্রাস করবে না। পম্পেও আরো বলেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে ইরানের মিডিয়া সূত্রে জানা গেছে, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি গত শনিবার জানিয়েছেন, চাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলে তবে ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ মে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র এবং দেশটির বিরুদ্ধে পুনরায় শাস্তি আরোপ করে। ৮ মে এই পারমাণবিক চুক্তির কিছু বিধান বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। ২৭ মে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040