সিরিয়ায় ইসরাইলের রকেট হামলায় হতাহত ৩
  2019-06-03 10:50:04  cri
জুন ৩: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের এক বিমানবন্দরে গতকাল (রোববার) সন্ধ্যায় রকেট হামলা চালায় ইসরাইল, এতে ১ জন সেনা নিহত এবং অন্য দু'জন আহত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এদিন দেশটির সেনাবাহিনীর কথার উদ্ধৃতি দিয়ে জানায়, হোমস প্রদেশের পূর্বাঞ্চলের টি-ফোর সামরিক বিমানবন্দর ইসরাইলের রকেট হামলার শিকার হয়।

খবরে বলা হয়েছে, এই বিমানবন্দর সিরিয়ার সন্ত্রাস দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিরীয় সেনাবাহিনী বর্তমানে দেশের মধ্যাঞ্চলে সন্ত্রাস দমনে সামরিক অভিযান চালাচ্ছে। ইসরাইল সন্ত্রাসবাদের সমর্থনে এ রকেট হামলা চালায়।

ইসরাইল দীর্ঘসময় ধরে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি সম্প্রসারণের বিরুদ্ধে অভিযোগ করে আসছে এবং বার বার ইরানের সামরিক যন্ত্রের আঘাতের অজুহাতে সিরিয়ায় লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়।

এদিকে, সিরিয়ায় ইরানের সেনা মোতায়েনের কথা বরাবরই অস্বীকার করে আসছে দামেস্ক ও তেহরান। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040