প্রথম জাতিসংঘ আবাস সম্মেলন সমাপ্ত
  2019-06-01 17:04:00  cri

জুন ১: ৫ দিনব্যাপী প্রথম জাতিসংঘ আবাস সম্মেলন গতকাল (শুক্রবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে শেষ হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: 'নব্যতাপ্রবর্তনের সাহায্যে শহর ও কমিউনিটির জীবন আরও সুন্দর করা'।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ৫টি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে শহরের নিরাপত্তা, লিঙ্গ সমতা, শহরায়ন প্রক্রিয়ায় শহর ও গ্রামের সংযুক্তি ইত্যাদির ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘ আবাস সংস্থার কার্যনিবার্হী মহাপরিচালক মায়মুনা বিনতে মুহাম্মাদ শরিফ বলেন, শহর ও মানবজাতির বসবাসের পরিবেশ উন্নত করা সবার লক্ষ্য। এজন্য যৌথ প্রচেষ্টা চালানো দরকার।

১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩ সহস্রাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেন। সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি ৪ বছরে একবার আয়োজিত হবে জাতিসংঘ আবাস সম্মেলন। সেই হিসেবে পরবর্তী সম্মেলন ২০২৩ সালের জুনে আয়োজিত হবে। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040