ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদলের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত
  2019-05-31 10:58:00  cri

মে ৩১: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার এক টিভি ভাষণে বলেন, দেশটির সরকার বিরোধীদলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছে। তিনি বিশ্বাস করেন, শান্তিপূর্ণ পদ্ধতিই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এদিকে, বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানান, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

মাদুরো বলেন, নরওয়ের রাজধানী ওসলোতে তিন দিনব্যাপী বৈঠক হয়েছে। কয়েক মাস গোপন যোগাযোগের মাধ্যমে এ বৈঠক বাস্তবায়ন করা খুব কঠিন কাজ ছিল। শান্তিপূর্ণ পদ্ধতি, সংবিধানকে সম্মান করা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অর্থনীতি উন্নয়নের মাধ্যমে দেশের সংকট সমাধানের পরিকল্পনা করেছেন তিনি। জনমত জরিপ অনুযায়ী, ৮০ শতাংশেরও বেশি ভেনিজুয়েলার নাগরিক শান্তি বৈঠককে সমর্থন করে।

এদিন এক বিবৃতিতে মাদুরোকে ক্ষমতা থেকে সরে যাওয়া এবং পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান গুয়াইদো। সাংবিধানিক কাঠামোতে বিরোধীদল অব্যাহতভাবে মাদুরো সরকারের বিরুদ্ধে চেষ্টা চালাবে এবং ওসলো বৈঠকে অংশ নেবে বলে জানান তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040