জাতিসংঘের প্রথম বাসস্থান সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশনে নগরের টেকসই উন্নয়নে জোর দেওয়া হয়েছে
  2019-05-30 10:49:43  cri
মে ৩০: জাতিসংঘের প্রথম বাসস্থান সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশন গতকাল (বুধবার) কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হয়। এতে নগরের টেকসই উন্নয়নে জোর দেওয়া হয়েছে। কেনিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনসহ নানা দেশের নেতৃবৃন্দ জাতিসংঘ বাসস্থান দপ্তরের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন; যাতে নগরায়নের প্রক্রিয়ায় বাসভবন, কর্মসংস্থান ও জলবায়ুসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

কেনিয়ার প্রেসিডেন্ট মাইমুনাহ শারিফ বলেন, নগরায়নের পাশাপাশি বিশ্ব, বিশেষ করে ক্ষুদ্র উন্নত দেশগুলোতে ব্যাপক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। যেমন, বাসস্থান কিছু কিছু দেশের প্রধান সমস্যা। এ সমস্যার সমাধানে সরকারের নব্যতাপ্রবর্তন ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বলেন, নগরায়ন দেশটির যুব কর্মসংস্থানের জন্য সহায়ক। তিনি বলেন, দক্ষিণ সুদানে বেশ কয়েক বছর যুদ্ধ হয়েছে। বর্তমানে দেশের অবকাঠামো ঠিক নেই। দেশ পুনর্গঠনে বিভিন্ন দেশের সহায়তা প্রত্যাশা করেন প্রেসিডেন্ট।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040